স্পোর্টস ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের পর্দা নামছে আজ রোববার (২৬ মে)। দীর্ঘ এক মাসেরও বেশি সময় পেরিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি হবে এই দুই দল। তাতে কলকাতার লক্ষ্য ‘হ্যাটট্রিক’, হায়দরাবাদের চোখ দ্বিতীয় শিরোপায়। রোববার চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় এই ম্যাচটি শুরু হবে। চলতি আসরে হায়দ্রাবাদকে দুইবার হারিয়েছে কলকাতা।
কলকাতা নাইট রাইডার্সের দুই শিরোপা জয়ের সাথেই জড়িয়ে আছে বাংলাদেশের নাম। ২০১২ আর ১৪ শাহরুখের দলের অন্যতম কাণ্ডারি ছিলেন সাকিব আল হাসান। কেকেআরের ডেরায় সুনীল নারাইনের উত্থান। শুনতে অবাক হলেও সত্য দলটাকে এক সুতোয় গেঁথেছেন শাহরুখ খান। আসরজুড়ে দ্যুতি ছড়াতে না পারলেও প্রথম কোয়ালিফায়ারে সবচেয়ে দামি তারকা মিচেল স্টার্কের বাজিমাত। শাহরুখের অনুপ্রেরণাতেই স্টার্ক তৈরি করেছিলেন উৎসবের রাত।
ভারতের মাটিতে দ্বিতীয় বার কি প্যাট কামিন্স কাপ তুলবেন হাতে? ওডিআই বিশ্বকাপের সাথে আইপিএলের অনেক মিল খুঁজে পাচ্ছেন অনেকে। ৫০ ওভারের বিশ্বকাপ কামিন্স জিতেছিলেন আহমেদাবাদে। আইপিএলের ফাইনাল হবে চেন্নাইয়ে। ওডিআই বিশ্বকাপ জয়ের নায়ক হেড ও কামিন্স রয়েছেন সানরাইজার্সে। চিপকে কি আহমেদাবাদেরই পুনরাবৃত্তি হবে?
কলকাতা নাইট রাইডার্সের মাথাব্যথার নাম ট্রাভিষেক। অর্থাৎ ট্রাভিস হেড আর অভিষেক। কেকেআর দ্রুত তুলে নিতে চাইবে দুই ওপেনারের উইকেট। প্রথম কোয়ালিফায়ারে সফল হয়েছিলো কলকাতার পরিকল্পনা। এবার কী করবে স্টার্করা?
ব্যাটিং পাওয়ার প্লেকেই টার্গেট করবে কলকাতা। সুনীল নারাইনের সাথে জুটি বাঁধবেন আফগান তারকা রহমানউল্লা। ফাইনালে প্রথম ছয় ওভারে নাইট রাইডার্স দ্রুত ঘুরাতে চাইবে রানের চাকা।
সুপার সানডেতে আইপিএলের ১৭তম আসরের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবে হায়দ্রাবাদ ও কলকাতা। আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো দুই ফাইনালিস্ট দলে থাকা খেলোয়াড়দের কারো ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে হয়নি জায়গা।
ফাইনালে সবচেয়ে দামি দুই ক্রিকেটার খেলতে নামবেন। কেকেআর ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছিলো মিচেল স্টার্ককে। ২০ কোটি ৫০ লাখ রুপি দিয়ে হায়দ্রাবাদে দলে ভেড়ায় প্রতিযোগিতার দ্বিতীয় দামি ক্রিকেটার প্যাট কামিন্সকে। শেষ পর্যন্ত কে সাফল্যের হাসি হাসবে?
আইপিএলে এখন পর্যন্ত তিনবার ফাইনাল খেলে দুইবার শিরোপা জিতেছে কলকাতা। ২০১২ ও ২০১৪ মৌসুমে। দুইবারই শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে ২০১৬ সালে একবারই শিরোপা জেতে হায়দরাবাদ। সেই দলটির সদস্য ছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান।