ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার ভূমিকম্পের ক্ষেত্রে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ অযোধ্যায় রাম মন্দিরের কাজ সম্পন্ন হলেও মসজিদ নির্মাণ এগোয়নি কেন? গৌরনদীতে পৃথক তিন স্থানে তিন লাশ উদ্ধার; এলাকায় উৎকণ্ঠা জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ, অস্বীকার অভিযুক্ত মঞ্জুরুলের, বিসিবি কী বলছে? দেশে আসছেন জুবাইদা রহমান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি রাশিয়ার গ্যাস আমদানি বন্ধের সিদ্ধান্ত নিল ইউরোপ তালাকের পর ফের বিয়ে, যে ব্যাখ্যা দিলেন সাবিকুন নাহার টালমাটাল যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিভাগ, মোট ৯০ বিচারক বরখাস্ত দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাবশালীদের নির্মাণকাজ চলমান

Songbad somachar
  • আপডেট সময় : ১১:৫২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গড়গাঁও গ্রামে আদালতের জারি করা ১৪৪ ধারা অমান্য করে প্রকাশ্যে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল।আদালতের নিষেধাজ্ঞার নোটিশ পাওয়ার পরও থেমে নেই গেট ও দেয়াল নির্মাণ এ নিয়ে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি পক্ষ আদালতের নিষেধাজ্ঞা জারি করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে নোটিশ প্রদান করে। কিন্তু অভিযোগ উঠেছে, পুলিশ নোটিশ দেওয়ার পরও প্রতিপক্ষরা টানা তিনদিন ধরে রাস্তায় গেট ও দেয়াল প্রাচীর নির্মাণ অব্যাহত রেখেছে।

ভুক্তভোগী পক্ষের দাবি, তাদেরকে দুর্বল করতে প্রতিপক্ষরা উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করতে চাঁদাবাজিসহ দুটি মামলা দায়ের করেছে। থানায় একাধিকবার অভিযোগ করেও তারা কোনো প্রতিকার পাননি। এমনকি গত ১৮ সেপ্টেম্বর থানায় অভিযোগ দাখিলের চেষ্টাও ব্যর্থ হয়েছে বলে জানান তারা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সংশ্লিষ্ট এলাকায় গেট ও প্রাচীর নির্মাণকাজ এখনো চলছে। প্রতিপক্ষের দাবি, তারা ৭২১ ও ৭২২ দাগভুক্ত জমিতে কাজ করছেন। তবে ভুক্তভোগীরা দাবি করেছেন, এই জমির মালিকানা ও খতিয়ান সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা। এমনকি প্রতিপক্ষের করা অভিযোগেও জমির সুনির্দিষ্ট দাগ ও খতিয়ান উল্লেখ নেই।

এ বিষয়ে ছাতক থানার এসআই মহিউদ্দিন বলেন,উভয়পক্ষকে নিষেধাজ্ঞার নোটিশ দেওয়া হয়েছে। পরে আমরা আবার জানতে পারি, সেখানে কাজ চলছে। বিষয়টি ওসি সাহেবকে জানানো হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন,আদালতের আদেশ অমান্য করার প্রমাণ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাবশালীদের নির্মাণকাজ চলমান

আপডেট সময় : ১১:৫২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গড়গাঁও গ্রামে আদালতের জারি করা ১৪৪ ধারা অমান্য করে প্রকাশ্যে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল।আদালতের নিষেধাজ্ঞার নোটিশ পাওয়ার পরও থেমে নেই গেট ও দেয়াল নির্মাণ এ নিয়ে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি পক্ষ আদালতের নিষেধাজ্ঞা জারি করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে নোটিশ প্রদান করে। কিন্তু অভিযোগ উঠেছে, পুলিশ নোটিশ দেওয়ার পরও প্রতিপক্ষরা টানা তিনদিন ধরে রাস্তায় গেট ও দেয়াল প্রাচীর নির্মাণ অব্যাহত রেখেছে।

ভুক্তভোগী পক্ষের দাবি, তাদেরকে দুর্বল করতে প্রতিপক্ষরা উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করতে চাঁদাবাজিসহ দুটি মামলা দায়ের করেছে। থানায় একাধিকবার অভিযোগ করেও তারা কোনো প্রতিকার পাননি। এমনকি গত ১৮ সেপ্টেম্বর থানায় অভিযোগ দাখিলের চেষ্টাও ব্যর্থ হয়েছে বলে জানান তারা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সংশ্লিষ্ট এলাকায় গেট ও প্রাচীর নির্মাণকাজ এখনো চলছে। প্রতিপক্ষের দাবি, তারা ৭২১ ও ৭২২ দাগভুক্ত জমিতে কাজ করছেন। তবে ভুক্তভোগীরা দাবি করেছেন, এই জমির মালিকানা ও খতিয়ান সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা। এমনকি প্রতিপক্ষের করা অভিযোগেও জমির সুনির্দিষ্ট দাগ ও খতিয়ান উল্লেখ নেই।

এ বিষয়ে ছাতক থানার এসআই মহিউদ্দিন বলেন,উভয়পক্ষকে নিষেধাজ্ঞার নোটিশ দেওয়া হয়েছে। পরে আমরা আবার জানতে পারি, সেখানে কাজ চলছে। বিষয়টি ওসি সাহেবকে জানানো হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন,আদালতের আদেশ অমান্য করার প্রমাণ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।