ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। হাইকোর্টের মাজার গেটের সামনের রাস্তায়ও বিক্ষোভ হচ্ছে।
সেখানে থাকা প্রথম আলোর দুজন প্রতিবেদক ও ফটো সাংবাদিক জানান, দুই জায়গায় দেড় থেকে দু শ জন করে মানুষ রয়েছেন। হাইকোর্টের মাজার গেট এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে দেখা গেছে।
আজ বুধবার বেলা ১২টা থেকে শিক্ষার্থী ও শিক্ষকেরা হাইকোর্টের মাজার গেট এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করেন। বেলা সাড়ে ১২টার দিকে সেখান থেকে কয়েক জনকে আটক করতে দেখা যায়।
হাইকোর্টের ভেতরে আইনজীবীদের একটি দলও মিছিল করেছেন।
বেলা ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের একটি দল দোয়েল চত্বর এলাকায় অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন।
কিছুটা দূরে দাঁড়িয়ে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক লুৎফর রহমানসহ কয়েক জন শিক্ষক।
হাইকোর্টের মাজার গেটের সামনের রাস্তায় বিক্ষোভ করছিলেন শিক্ষার্থী ও অন্যান্যরা।
হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে আজ সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।