ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্রীড়া প্রেমী তানভীরের বিদেশ সফরে সেঞ্চুরি গহীন জঙ্গলে ইউপিডিএফ’র গোপন আস্তানার সন্ধান: অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হানিফসহ চারজনের বিরুদ্ধে কুষ্টিয়ার হত্যা মামলার অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল ৭৩ পর্যবেক্ষক সংস্থার অনুমোদন, ঠিকানায় অস্তিত্ব নেই অনেকের! প্রত্যাশিত নির্বাচনে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান গৌরনদী ও আগলঝাড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জহির উদ্দিন স্বপন! খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন আমিরাতে নতুন ভিসা নীতি: এআই বিশেষজ্ঞসহ চার ক্যাটাগরি চালু “পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে জামায়াত” — কায়সার কামাল শারদীয় পূজা ঘিরে গুজব কমেছে, কঠোর নজরদারিতে এনটিএমসি

দিনাজপুরে সাপের কামড়ে পৃথক ঘটনায় তিন গৃহবধূর করুণ মৃত্যু

Songbad somachar
  • আপডেট সময় : ০৯:৩২:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গত কয়েক দিনের ব্যবধানে সাপের কামড়ে তিন গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার ভিন্ন ভিন্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছে।

​নিহতরা হলেন: ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর গোয়ালপাড়া গ্রামের কনিকা রানী (৪৫), কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের বুলবুলি বেগম (৩৫) এবং একই ইউনিয়নের পুকুরি সিংপাড়া গ্রামের বিনা রানী (৪৫)

​কীভাবে ঘটেছে এই দুর্ঘটনাগুলো?

​স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে কনিকা রানী তার রান্নাঘরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় হঠাৎ খড়ির স্তূপের মধ্য থেকে একটি সাপ বেরিয়ে এসে তাকে কামড় দেয়। ঘটনার আকস্মিকতায় তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার দ্রুত অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু দুর্ভাগ্যবশত, হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

​একই দিনে আরেকটি ঘটনায় কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের বুলবুলি বেগমকেও সাপে কামড় দেয়। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার আগেই তিনিও মারা যান।

​অন্যদিকে, এর দু’দিন আগে অর্থাৎ রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে কাজিহাল ইউনিয়নের পুকুরি সিংপাড়া গ্রামের বিনা রানীকে সাপে কামড় দেয়। একইরকমভাবে জরুরি চিকিৎসা পাওয়ার আগেই তিনি প্রাণ হারান।

​স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সম্প্রতি এই অঞ্চলে সাপের কামড়ের ঘটনা বেড়ে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুম এবং বন্যা পরিস্থিতির কারণে সাপগুলো উঁচু ও শুকনো জায়গার খোঁজে লোকালয়ে চলে আসে, যার ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। এ সময় সাপের কামড় থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকার এবং কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দিনাজপুরে সাপের কামড়ে পৃথক ঘটনায় তিন গৃহবধূর করুণ মৃত্যু

আপডেট সময় : ০৯:৩২:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

​দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গত কয়েক দিনের ব্যবধানে সাপের কামড়ে তিন গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার ভিন্ন ভিন্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছে।

​নিহতরা হলেন: ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর গোয়ালপাড়া গ্রামের কনিকা রানী (৪৫), কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের বুলবুলি বেগম (৩৫) এবং একই ইউনিয়নের পুকুরি সিংপাড়া গ্রামের বিনা রানী (৪৫)

​কীভাবে ঘটেছে এই দুর্ঘটনাগুলো?

​স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে কনিকা রানী তার রান্নাঘরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় হঠাৎ খড়ির স্তূপের মধ্য থেকে একটি সাপ বেরিয়ে এসে তাকে কামড় দেয়। ঘটনার আকস্মিকতায় তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার দ্রুত অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু দুর্ভাগ্যবশত, হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

​একই দিনে আরেকটি ঘটনায় কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের বুলবুলি বেগমকেও সাপে কামড় দেয়। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার আগেই তিনিও মারা যান।

​অন্যদিকে, এর দু’দিন আগে অর্থাৎ রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে কাজিহাল ইউনিয়নের পুকুরি সিংপাড়া গ্রামের বিনা রানীকে সাপে কামড় দেয়। একইরকমভাবে জরুরি চিকিৎসা পাওয়ার আগেই তিনি প্রাণ হারান।

​স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সম্প্রতি এই অঞ্চলে সাপের কামড়ের ঘটনা বেড়ে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুম এবং বন্যা পরিস্থিতির কারণে সাপগুলো উঁচু ও শুকনো জায়গার খোঁজে লোকালয়ে চলে আসে, যার ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। এ সময় সাপের কামড় থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকার এবং কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।