ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার ভূমিকম্পের ক্ষেত্রে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ অযোধ্যায় রাম মন্দিরের কাজ সম্পন্ন হলেও মসজিদ নির্মাণ এগোয়নি কেন? গৌরনদীতে পৃথক তিন স্থানে তিন লাশ উদ্ধার; এলাকায় উৎকণ্ঠা জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ, অস্বীকার অভিযুক্ত মঞ্জুরুলের, বিসিবি কী বলছে? দেশে আসছেন জুবাইদা রহমান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি রাশিয়ার গ্যাস আমদানি বন্ধের সিদ্ধান্ত নিল ইউরোপ তালাকের পর ফের বিয়ে, যে ব্যাখ্যা দিলেন সাবিকুন নাহার টালমাটাল যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিভাগ, মোট ৯০ বিচারক বরখাস্ত দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের

নিউইয়র্কে শিল্পীর কাণ্ড: ১৮ ইঞ্চি তলোয়ার গিলে আলোচনায় জিন মিনস্কি

Songbad somachar
  • আপডেট সময় : ০৮:০৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউইয়র্ক নগরের বাসিন্দা ও পেশাদার তলোয়ার গেলা শিল্পী জিন মিনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন। তিনি সম্প্রতি ১৮ ইঞ্চি লম্বা একটি তলোয়ার গিলে ফেলার ভিডিও প্রকাশ করেন, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ভিডিওতে দেখা যায়, তলোয়ারটি তাঁর গলার ভেতর দিয়ে প্রবেশ করছে। কলাম্বিয়া ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ধারণ করা এই ভিডিওটি এন্ডোস্কোপির মাধ্যমে গলার ভেতরের অংশের দৃশ্যও প্রকাশ করে। এতে বোঝা যায়, কীভাবে তলোয়ারটি খাদ্যনালি দিয়ে প্রবেশ করে।

দীর্ঘদিন ধরে এ শিল্পে অনুশীলন করা মিনস্কি জানান, তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে তলোয়ারটি আসলেই গেলা হয়, ভাঁজ করা কোনো কৌশল নয়। তিনি নিউইয়র্ক পোস্টকে বলেন, “প্রদর্শনীতে আমি দেখেছি একজন নারী তাঁর স্বামীকে ইশারা করে বলছেন—তলোয়ারটা ভাঁজ হয়ে যায়। তাই এই ভিডিওতে সত্য দেখাতে চেয়েছি।”

কলাম্বিয়া ইউনিভার্সিটির ল্যারিঙ্গোলজি বিভাগের প্রধান মাইকেল পিটম্যান বলেন, এ ধরনের ল্যারিঙ্গোস্কোপি প্রক্রিয়ায় গলা ও স্বরযন্ত্র স্পষ্টভাবে দেখা যায়। এতে বোঝা যায়, কথা বলা, গান গাওয়া কিংবা কিছু গেলার সময় এগুলো কীভাবে কাজ করে।

স্পিচ-ল্যাঙ্গুয়েজ প্যাথলজিস্ট হলি রেকার্স, যিনি ভিডিওটি ধারণ করেছেন, জানান—“আমি প্রতিদিন মানুষের কণ্ঠস্বর ও গেলার প্রক্রিয়া পর্যবেক্ষণ করি। কিন্তু বাস্তবে কাউকে তলোয়ার গিলতে দেখা সত্যিই ছিল অবিশ্বাস্য অভিজ্ঞতা।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিউইয়র্কে শিল্পীর কাণ্ড: ১৮ ইঞ্চি তলোয়ার গিলে আলোচনায় জিন মিনস্কি

আপডেট সময় : ০৮:০৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

নিউইয়র্ক নগরের বাসিন্দা ও পেশাদার তলোয়ার গেলা শিল্পী জিন মিনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন। তিনি সম্প্রতি ১৮ ইঞ্চি লম্বা একটি তলোয়ার গিলে ফেলার ভিডিও প্রকাশ করেন, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ভিডিওতে দেখা যায়, তলোয়ারটি তাঁর গলার ভেতর দিয়ে প্রবেশ করছে। কলাম্বিয়া ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ধারণ করা এই ভিডিওটি এন্ডোস্কোপির মাধ্যমে গলার ভেতরের অংশের দৃশ্যও প্রকাশ করে। এতে বোঝা যায়, কীভাবে তলোয়ারটি খাদ্যনালি দিয়ে প্রবেশ করে।

দীর্ঘদিন ধরে এ শিল্পে অনুশীলন করা মিনস্কি জানান, তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে তলোয়ারটি আসলেই গেলা হয়, ভাঁজ করা কোনো কৌশল নয়। তিনি নিউইয়র্ক পোস্টকে বলেন, “প্রদর্শনীতে আমি দেখেছি একজন নারী তাঁর স্বামীকে ইশারা করে বলছেন—তলোয়ারটা ভাঁজ হয়ে যায়। তাই এই ভিডিওতে সত্য দেখাতে চেয়েছি।”

কলাম্বিয়া ইউনিভার্সিটির ল্যারিঙ্গোলজি বিভাগের প্রধান মাইকেল পিটম্যান বলেন, এ ধরনের ল্যারিঙ্গোস্কোপি প্রক্রিয়ায় গলা ও স্বরযন্ত্র স্পষ্টভাবে দেখা যায়। এতে বোঝা যায়, কথা বলা, গান গাওয়া কিংবা কিছু গেলার সময় এগুলো কীভাবে কাজ করে।

স্পিচ-ল্যাঙ্গুয়েজ প্যাথলজিস্ট হলি রেকার্স, যিনি ভিডিওটি ধারণ করেছেন, জানান—“আমি প্রতিদিন মানুষের কণ্ঠস্বর ও গেলার প্রক্রিয়া পর্যবেক্ষণ করি। কিন্তু বাস্তবে কাউকে তলোয়ার গিলতে দেখা সত্যিই ছিল অবিশ্বাস্য অভিজ্ঞতা।”