বন্যার্তদের পুনর্বাসনে নেতাকর্মীদের সঞ্চয়ের পৌনে দুই লাখ টাকা বিএনপির ত্রাণ তহবিলে দিয়েছে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বন্যার্তদের পুনর্বাসনে এ অর্থ জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার হাতে তুলে দেওয়া হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ ও সদস্য সচিব আবু হাসান সংগঠনটির পক্ষে এ অর্থ জেলা বিএনপির শীর্ষ নেতাদের মাধ্যমে কেন্দ্রীয় ত্রাণ তহবিলে জমা দেন।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে শুধু বগুড়া নয়, এবার সারা দেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান না করে সেই অর্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গঠিত বন্যার্তদের জন্য ত্রাণ তহবিলে জমা দেয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় ইতিমধ্যেই বগুড়া থেকেও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সংগৃহীত ত্রাণের অর্থ কেন্দ্রীয় ত্রাণ তহবিলে পর্যায়ক্রমে জমা দেয়া হচ্ছে যেখানে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল নগদ পৌনে ২ লাখ হাজার টাকা তাদের হাতে হস্তান্তর করেছে।
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান বলেন, ‘বন্যার্তদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে তারা সাংগঠনিকভাবে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে তাদের সংগঠনের পক্ষ থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন।’