বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহে কলেজছাত্র রেদোয়ান হোসেন সাগর হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানাসহ ১১১ জনের নামে মামলার আবেদন করা হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ময়মনসিংহ জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একেএম রওশন জাহানের আদালতে শুনানি হয়।
এর আগে রেদোয়ান হোসেন সাগর হত্যায় কোনও মামলা হয়েছে কিনা সে বিষয়ে ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে কোতোয়ালি মডেল থানাকে নির্দেশ দিয়েছেন আদালত।
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ময়মনসিংহ সদরের সাবেক এমপি মোহিত উর রহমান শান্তসহ ১১ আসনের সাবেক এমপি, সাবেক সিটি মেয়র ইকরামুল হক টিটু, তার ভাই জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চেম্বার অব কমার্সের সভাপতি আমিনুল হক শামীম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ ১১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এতে অজ্ঞাত পরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে বাদী ওয়াহাব আকন্দ বলেন, মামলার বাদী আবু ওয়াহাব আকন্দ বলেন, প্রকাশ্যে দিবালোকে মোহিত উর রহমান শান্ত ও তার লোকজন সাগরকে গুলি করে হত্যা করেছে। এর বিচার হতেই হবে। অন্য আসামিদের নির্দেশে ময়মনসিংহে এই হত্যাকাণ্ড ঘটেছে। আমরা আদালতের কাছে সম্পন্ন ভাবে আশাবাদী সাগর হত্যার বিচার হবে।
বাদী পক্ষের আইনজীবী নুরুল হক বলেন, এ ঘটনায় থানায় কোন মামলা হয়েছে কিনা তা আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন আদালত। দেশব্যাপী গণহত্যার মতো ময়মনসিংহে নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এরই অংশ হিসেবে শিক্ষার্থী সাগরকে গুলি করে হত্যা করা হয়। আশা রাখছি ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের গ্রেফতারে নির্দেশনা দিবেন।