বিনোদন ডেস্ক
ভারতের প্রসিদ্ধ রামোজি ফিল্ম সিটি ও ইটিভি নেটওয়ার্কের প্রধান রামোজি রাও মারা গেছেন। গতকাল শুক্রবার (৭ জুন) রাতে হায়দরাবাদের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৭ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার বরাতে জানা গেছে, গত ৫ জুন উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে রামোজিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো। সেখানেই তাঁর চিকিৎসা চলছিলো।
তেলুগু সংবাদমাধ্যম ও বিনোদন জগতে রামোজির উল্লেখযোগ্য অবদান রয়েছে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ঘনিষ্ঠজন ও শুভাকাঙ্ক্ষীরা।
কঙ্গনাকে প্রকাশ্যে ‘থাপ্পড়’ মারলেন ভারতীয় জওয়ানকঙ্গনাকে প্রকাশ্যে ‘থাপ্পড়’ মারলেন ভারতীয় জওয়ান
বর্ষীয়ান বিজেপি নেতা জি কিষাণ রেড্ডি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, ‘রামোজি রাওয়ের মৃত্যুতে শোকাহত। তেলুগু সংবাদমাধ্যমে তাঁর উল্লেখযোগ্য অবদান প্রশংসনীয়। তাঁর পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা রইলো।’
চেরুকুরি রামোজি রাও নামেও পরিচিত ছিলেন রামোজি। তাঁর প্রতিষ্ঠিত রামোজি ফিল্ম সিটি বিশ্বের বৃহত্তম শুটিং সেট। এছাড়া উষাকিরণ মুভিজ নামে একটি প্রযোজনা সংস্থারও মালিক ছিলেন তিনি। বিভিন্ন ভাষায় ছবি প্রযোজনা করেছেন প্রথমসারির এই ব্যবসায়ী। জাতীয় পুরস্কারও জিতেছেন।