সমাচার ডেস্ক
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় বাচ্চা মিয়া (৬০) নামে একজন নিহত হয়েছেন। আজ সোমবার (১৩ মে) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইমতিয়াজ কবির এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত বাচ্চা মিয়া একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আজ দুপুরে বাজার থেকে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন বাচ্চা মিয়া। এ সময় পেছন থেকে আসা বুড়িমারীগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু তার আগেই ট্রাক নিয়ে চালক পালিয়ে যান।