শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।
- আপডেট সময় : ০৫:১০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রদলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত (৫ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু করে বিভিন্ন একাডেমিক ভবনের আশপাশে এ কার্যক্রম পরিচালনা করে সংগঠনের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্য নয়, শিক্ষার্থীদের সুস্থ-সবলভাবে পড়াশোনার জন্যও অত্যন্ত জরুরি। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে তারা এ উদ্যোগ গ্রহণ করেছেন।
পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে ছাত্রদলের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি,যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং দপ্তর সম্পাদক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তারা ঝাড়ু, কোদাল ও বর্জ্য বহনের জন্য প্লাস্টিক ব্যাগ ব্যবহার করে ক্যাম্পাসের আবর্জনা অপসারণ করেন।
পরিবেশবান্ধব প্রাকৃতিক ক্যাম্পাস বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হৃদয় সরকার বলেন,
”শিক্ষাঙ্গনের পরিচ্ছন্ন প্রাকৃতিক পরিবেশ শিক্ষার্থীদের মননশীল চর্চায় অভ্যস্ত করে।
সেই চিন্তা মাথায় রেখেই আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসের আশেপাশের প্রাকৃতিক এবং আবর্জনা জনিত জঞ্জাল পরিস্কার করার উদ্যোগ নিয়েছি
আজ একাডেমিক ভবন সমুহের আশপাশের বিভিন্ন জায়গা পরিস্কার করেছি,পরবর্তীতেও এভাবেই ক্যাম্পাসের প্রাকৃতিক পরিবেশ সহ সকল উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।”
ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি
মাহফুজ আলম সমুদ্র বলেন,
প্রতিষ্ঠানের পরিস্কার পরিচ্ছন্নতাই শিক্ষার্থীদের আদর্শিকভাবে সচ্ছ এবং দায়বদ্ধ করে তোলে প্রাতিষ্ঠানিক প্রাঙ্গন আমাদের শিক্ষার্থীদের মেধা এবং চারিত্রিক বিকাশে বহুল প্রভাব বিস্তার করে,তাই আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের সুষ্ঠু প্রাতিষ্ঠানিক প্রাঙ্গন এবং সুস্থ শিক্ষার পরিবেশ নিশ্চিতে একাডেমিক ভবন সমুহের অপরিচ্ছন্নতা দূর করতে সাধ্যানুযায়ী চেষ্টা করছি, ইনশাআল্লাহ শিক্ষার্থীদের কল্যাণে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
ছাত্রদলের সভাপতি মোঃ পিয়াস উদ্দিন বলেন,
বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানের আলো ছড়ানোর জায়গা নয়, বরং একটি সুস্থ-সুন্দর পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রও। আমরা আশা প্রকাশ করছি, এ ধরনের কার্যক্রমে অন্যান্য ছাত্রসংগঠন ও প্রশাসনও এগিয়ে আসবে।
























