সমাচার ডেস্ক
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার মোহাম্মদ সিয়াম হোসেনের দেয়া তথ্যের ভিত্তিতে কলকাতার বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের সিআইডি। এই অভিযানে বাগজোলা খাল থেকে হাড়গোড় উদ্ধার করেছে সিআইডি। আজ রোববার (৯ জুন) সকালে এই হাড়গোড়গুলো উদ্ধার করা হয়। তবে সেই হাড় বাংলাদেশের সংসদ সদস্যের কি না তা স্পষ্ট নয়। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, একটি ঝোপের পাশ থেকে হাড়গোড়গুলো উদ্ধার করা হয়। ফরেনসিক পরীক্ষার পর হাড়গুলো কিসের তা নিশ্চিত হওয়া যাবে।
এর আগে অভিযুক্ত সিয়ামকে নেপাল থেকে গ্রেপ্তার করে সিআইডি। গতকাল শনিবার তাঁকে বারাসত আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে ১৪ দিন পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দেন।
সিআইডি জানায়, গত ১৩ মে আনোয়ারুলকে খুনের পরে নিউ টাউনের অভিজাত আবাসন থেকে আজীমের দেহের অংশ ট্রলি সুটকেসে ভরে কৃষ্ণমাটিতে বাগজোলা খালে ফেলে দিয়েছিলেন সিয়াম। সঙ্গে ছিল খুনের মামলায় অন্যতম অভিযুক্ত জিহাদ হাওলাদার। জিহাদকে আগেই গ্রেপ্তার করেছিলো সিআইডি। গত ১৬ মে বিহার হয়ে নেপালে পালিয়ে যান সিয়াম।