সমাচার ডেস্ক
সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ কালো মেঘে ছেয়েছিলো। পরে শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। চলমান হিট অ্যালার্টের মধ্যেই এই বৃষ্টিতে কমেছে তাপমাত্রা। স্বস্তি নেমে আসে নগরবাসীর মধ্যে। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যদিও বৃষ্টিপাতের পরিমাণ কম। তবুও এই সময়ে এর গুরুত্ব অনেক। কারণ দিন কয়েক ধরেই দেশজুড়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের কারণে জনজীবন অতিষ্ঠ হয়েছিলো। গতকাল ফের দুই দিনের হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর। এরই মাঝে স্বস্তি নিয়ে আসে এই বৃষ্টি। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে ঢাকার তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমেছে। এদিকে আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা বেড়ে দেশজুড়েই দাবদাহ আরো কমে আসার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার দুপুরে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, ঢাকায় এক মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ কারণে আমরা ধারণা করছি ঢাকার তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমবে। যদিও এটি হালকা ধরনের বৃষ্টিপাত। কিন্তু এতটুকু বৃষ্টি না হলে গরমের কারণে এতক্ষণে বেশ অস্বস্তি তৈরি হতো।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত নেত্রকোনায় ৫ মিলিমিটার, শ্রীমঙ্গলে ২ মিলিমিটার, টাঙ্গাইলে ২ মিলিমিটার, ঢাকায় ১ মিলিমিটার এবং সিলেটে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও কুমিল্লার দিকে বৃষ্টিপাত হচ্ছে।
এদিকে এপ্রিলজুড়ে দাবদাহের পর মে মাসের শুরুতে বৃষ্টি হওয়ায় জনজীবনে স্বস্তি ফিরে এলেও দিন কয়েক আগেই আবারো ফিরে আসে তাপপ্রবাহ। ফলে দফায় দফায় শুরু হয় তাপপ্রবাহের সতর্কতা জারি বা হিট ওয়েব অ্যালার্ট।