অনূর্ধ্ব-২৩ এএফসি বাছাইয়ে আজ ভিয়েতনামের মুখোমুখি বাংলাদেশ

- আপডেট সময় : ০৫:১৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ৪ বার পড়া হয়েছে
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্বে আজ প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ভিয়েত ট্রাই স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
এশিয়ান কাপ বাছাইয়ের ইতিহাসে বাংলাদেশ কখনো সুখস্মৃতি গড়তে পারেনি। এর আগে ছয় আসরে ১৮ ম্যাচে মাত্র একবার জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সপ্তমবারের মতো মূলপর্বে পৌঁছানোর লক্ষ্য নিয়ে লড়াই শুরু করতে যাচ্ছে দলটি। তবে শুরুর পরীক্ষাই কঠিন—শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে।
এর আগে অনূর্ধ্ব-২৩ পর্যায়ে ভিয়েতনামের সঙ্গে দুইবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, দু’বারই হারের মুখ দেখতে হয়েছে। এবারও বড় চ্যালেঞ্জ সামনে।
ম্যাচের আগের দিন দলে যোগ দিয়েছেন ফাহামিদুল ইসলাম। তবে প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা কম। অন্যদিকে, জ্বরে আক্রান্ত হওয়ায় কোচ সাইফুল বারী টিটুর ডাগ আউটে দাঁড়ানো নিয়েও অনিশ্চয়তা রয়েছে। প্রয়োজনে তার জায়গায় দায়িত্ব নিতে পারেন সহকারী কোচ হাসান আল মামুন।