অভিযোগ থেকে মুক্তি পেলেন পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলী

- আপডেট সময় : ০৬:০০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ৬ বার পড়া হয়েছে
ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলী। যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) ও ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) জানায়, মামলাটি চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত প্রমাণ মেলেনি। ফলে তদন্ত আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নেশন ও জিও নিউজ জানিয়েছে, তদন্ত সমাপ্তির পর হায়দারের পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে এবং তিনি এখন যুক্তরাজ্য ছাড়তে পারবেন।
একজন ব্রিটিশ–পাকিস্তানি নারী হায়দারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। অভিযোগের ভিত্তিতে গত ৪ আগস্ট কেন্টের স্পিটফায়ার কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সে সময় তিনি পাকিস্তান শাহিনস দলের হয়ে যুক্তরাজ্য সফরে খেলছিলেন।
অভিযোগকারী নারী দাবি করেছিলেন, ২৩ জুলাই ম্যানচেস্টারের একটি হোটেলে প্রথমবার হায়দারের সঙ্গে তাঁর দেখা হয় এবং সেখানেই ঘটনা ঘটে। পরে ১ আগস্ট তাদের আবার সাক্ষাৎ হয়। প্রায় দুই সপ্তাহ পর তিনি আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেন।
তবে জিজ্ঞাসাবাদের সময় হায়দার অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগকারীকে তিনি বন্ধু হিসেবে জানতেন এবং এ অভিযোগ ‘মিথ্যা ও আশ্চর্যজনক’। তাঁর আইনগত প্রতিনিধিত্ব করেন যুক্তরাজ্যভিত্তিক ব্যারিস্টার মঈন খান।
তদন্ত চলাকালে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল। ২৪ বছর বয়সী হায়দার ২০২০ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক অভিষেক করেন। তিনি এখন পর্যন্ত ৩৫টি টি–টোয়েন্টি ও ২টি ওয়ানডে খেলেছেন। এছাড়া ইংল্যান্ড সফরে তিনটি ৫০ ওভারের ম্যাচ ও দুটি তিন দিনের ম্যাচ খেলেন। বিপিএলে ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের হয়ে খেলেছেন তিনি।