সমাচার ডেস্ক
আওয়ামী লীগ পালানোর দল নয় বলে মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার ইতিহাস নেই। আজ সোমবার (১৩ মে) ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ পালানোর পথ খুঁজে পাবে না- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। আওয়ামী লীগ পালানোর দল নয়। আমাদের পালিয়ে যাওয়ার ইতিহাস নেই।
বিএনপির আন্দোলনের প্রসঙ্গ টেনে কাদের বলেন, আন্দোলনের নামে আবার সন্ত্রাস শুরু করলে বিএনপিকে ২৮ অক্টোবরের মতো পালাতে হবে। তারা যদি সেই চিন্তাই করে, তাহলে পালিয়ে যাওয়ার পথ তাদেরই খুঁজতে হবে। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য আওয়ামী লীগ বা সরকারের কোনো প্রয়োজন নেই। বিএনপি নিজেরা যে নেতিবাচক রাজনীতি করছে, সেই নেতিবাচক রাজনীতিই তাদের নিশ্চিহ্ন করার জন্য যথেষ্ট।
সেতুমন্ত্রী বলেন, বিদেশ থেকে কেউ এসে বিএনপিকে চাঙা করবে এমন পরিস্থিতি এখন বিশ্বে নেই। মার্কিন প্রেসিডেন্টের কথা ইসরায়েলই শোনে না। আর যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার তারা কাকে ভয় পাবে? যারা বাংলাদেশে এসে দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র ঢাকা সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কোথাকার এক দেশের এক নেতা, তাদের প্রেসিডেন্টের কথাই তো কেউ শুনে না। গাজায় আগ্রাসনের বিষয়ে মার্কিন প্রেসিন্ডেন্ট বারবার বলেছে, সে কথাই শুনে না। নেতানিয়াহু প্রকাশ্যে বলেছে, বাইডেনের সঙ্গে আমাদের আগেও পার্থক্য ছিল। কাজেই বাইডেন কি বললো সেটা বিষয় নয়, আমাদের কাজ আমরা করবো। প্রয়োজনে আমরা একাই যুদ্ধ করবো। রাফা আক্রমণে বাইডেনের নির্দেশ তারা চরমভাবে উপেক্ষা করেছে।