সমাচার ডেস্ক
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, পুলিশপ্রধান বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে সরকার বিব্রত নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেছেন, এসব ঘটনায় আইন তার নিজস্ব গতিতেই চলবে। আজ বুধবার (২৯ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনারোধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, কেউ যদি আইন ভঙ্গ করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে সরকারের কোনো এম্বারাসমেন্ট (বিব্রত অবস্থা) হবে বলে আমি বিশ্বাস করি না। আইন নিজের গতিতে চলবে। উনি যেটা বলেছেন লোকটা যতই ইনফ্লুয়েন্সিয়াল (প্রভাবশালী) হোক না কেনো, সরকার কোনো রকম প্রটেকশন কাউকে দেবে না। আইন অনুযায়ী আইন নিজের গতিতে চলবে।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আমরা সবাই কিন্তু এটা নিয়ে খুবই শকটড হয়েছি। আপনারা জানেন ঘটনাটি তদন্তাধীন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমার মনে হয় এটার ওপরে কমেন্ট করা ঠিক হবে না।
সালমান এফ রহমান বলেন, নিয়মনীতি মানতে দেশের ১০ হাজার কারখানা পরিদর্শন করে প্রথম পাঁচ হাজার কারখানাকে সতর্ক করা হয়েছে, তাদের মধ্যে চারটি কারখানাকে বন্ধ করে দেয়া হয়েছে। বাকি পাঁচ হাজার কারখানাকেও সতর্ক করা হবে।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, পর্যায়ক্রমে আরো কারখানা পরিদর্শন করা হবে। তবে এখন থেকে নতুন কারখানাগুলো ডিসি কমিটির পরিবর্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাবতীয় অনুমতি-তদারকি-দেখভাল করবে। বিল্ডিং কোড বাস্তবায়নে গণপূর্ত মন্ত্রণালয় আরো সচেষ্ট হতে হবে।
রাজধানীর পার্কিংয়ের জায়গাগুলো শুধু পার্কিংয়ের জন্যই সংরক্ষণ করতে হবে বলেও জানান সালমান এফ রহমান।