স্পোর্টস ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফে জায়গা করে নিতে পারেনি চেন্নাই সুপার কিংস। গতকাল শনিবার (১৮ মে) তাদের ২৮ রানে হারিয়ে সেই কাজটা করে ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবির বিশাল স্কোরের দিনে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের অনুপস্থিতি ভীষণভাবে টের পেয়েছে তার দল। বেঙ্গালুরুর কাছে হারের পর সেই কথাই জানিয়েছেন, চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।
প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পেয়ে ২১৮ রানের বড় সংগ্রাহ দাঁড় করায় বেঙ্গালুরু। জবাবে ১৯১ রানে থেমেছে চেন্নাই। আর চলতি মৌসুমে প্রথম দিকে মোস্তাফিজ ছিলেন চেন্নাইয়ের সফলতম বোলার। পুরো মৌসুম খেললে চেন্নাইয়ের জন্য সেটা আশীর্বাদ-ই হতো। কিন্তু মোস্তাফিজ জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য চলে যাওয়ায় সেটা চেন্নাই শিবিরে আক্ষেপের জন্ম দিয়েছে। গায়কোয়াড় সার্বিক মূল্যায়ন করতে গিয়ে বলেছেন, ‘১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচের ফল নিয়ে আমরা ভীষণ খুশি। বিশেষ করে ইনজুরিতে কনওয়েকে হারানো আমাদের দলে অনেক পার্থক্য গড়ে দিয়েছে। প্রথম ম্যাচ থেকেই ছিল চ্যালেঞ্জ। পাথিরানা চোটআক্রান্ত, মোস্তাফিজকেও আমরা মিস করেছি। এই অবস্থায় চোট থাকলে দলে ভারসাম্য টিকিয়ে রাখা কঠিন। বাধা পার করতে পারিনি আমরা। কিন্তু খেলায় এসব হওয়ারই কথা।’
শেষ পর্যন্ত প্লে-অফে যেতে না পারায় হতাশা ব্যক্ত করেছেন চেন্নাই অধিনায়ক। তার মতে, ‘আমার কাছে ব্যক্তিগত নৈপুণ্য বড় নয়। মূল কথা হলো জয়। যেটা শেষ পর্যন্ত গতকাল পাইনি আমরা। ব্যক্তিগতভাবে তাই হতাশ বলতে পারেন।’
সর্বশেষ ম্যাচের পর প্লে-অফের সবগুলো দলই এখন নিশ্চিত। চারটি দল হলো- কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।