ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গহীন জঙ্গলে ইউপিডিএফ’র গোপন আস্তানার সন্ধান: অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হানিফসহ চারজনের বিরুদ্ধে কুষ্টিয়ার হত্যা মামলার অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল ৭৩ পর্যবেক্ষক সংস্থার অনুমোদন, ঠিকানায় অস্তিত্ব নেই অনেকের! প্রত্যাশিত নির্বাচনে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান গৌরনদী ও আগলঝাড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জহির উদ্দিন স্বপন! খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন আমিরাতে নতুন ভিসা নীতি: এআই বিশেষজ্ঞসহ চার ক্যাটাগরি চালু “পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে জামায়াত” — কায়সার কামাল শারদীয় পূজা ঘিরে গুজব কমেছে, কঠোর নজরদারিতে এনটিএমসি দোহায় হামলার ঘটনায় কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

আবরারকে হত্যা করেছে শিবির, টকশোতে বিএনপি নেত্রীর দাবি

  • আপডেট সময় : ০৯:৪৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড নিয়ে নতুন দাবি তুলেছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি। তাঁর দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে নিজেদের পরিচয় গোপন রেখে ছাত্রশিবিরের একটি ‘হেলমেট বাহিনী’ সক্রিয় ছিল, আর তারাই আবরারকে হত্যা করেছে।

গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে বেসরকারি একটি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি নেত্রীর বক্তব্য

নিলুফার চৌধুরী মনি বলেন, বর্তমান সরকারকে তিনি ‘আন্তঃজামায়াত অন্তর্বর্তী সরকার’ বলে অভিহিত করছেন। তাঁর মতে, সরকার জামায়াত দ্বারা পরিবেষ্টিত। তিনি আরও বলেন, “আমরা ছাত্রলীগকে হেলমেট বাহিনী বলতাম। আসলে ছাত্রলীগ ওই রকম ছিল না, বরং ওই কাজগুলো করত শিবির। তারা নিজেদের পরিচয় গোপন রেখেছিল।”

তিনি আরও দাবি করেন, আবরার ফাহাদ হত্যার আসামিদের উকিল হওয়াও এর প্রমাণ বহন করে। তাঁর ভাষায়, “আবরারকে যারা হত্যা করেছে, তাদের আসামিদের উকিল হচ্ছেন শিশির মনি। এটিই প্রমাণ করে হত্যার সঙ্গে শিবির জড়িত।”

আবরার হত্যার প্রেক্ষাপট

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হল থেকে আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। নিহত আবরার ছিলেন তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় তাঁর বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল–১ মামলার রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

চলতি বছরের ১৬ মার্চ হাইকোর্ট ওই রায় বহাল রাখে। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আবরারকে হত্যা করেছে শিবির, টকশোতে বিএনপি নেত্রীর দাবি

আপডেট সময় : ০৯:৪৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড নিয়ে নতুন দাবি তুলেছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি। তাঁর দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে নিজেদের পরিচয় গোপন রেখে ছাত্রশিবিরের একটি ‘হেলমেট বাহিনী’ সক্রিয় ছিল, আর তারাই আবরারকে হত্যা করেছে।

গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে বেসরকারি একটি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি নেত্রীর বক্তব্য

নিলুফার চৌধুরী মনি বলেন, বর্তমান সরকারকে তিনি ‘আন্তঃজামায়াত অন্তর্বর্তী সরকার’ বলে অভিহিত করছেন। তাঁর মতে, সরকার জামায়াত দ্বারা পরিবেষ্টিত। তিনি আরও বলেন, “আমরা ছাত্রলীগকে হেলমেট বাহিনী বলতাম। আসলে ছাত্রলীগ ওই রকম ছিল না, বরং ওই কাজগুলো করত শিবির। তারা নিজেদের পরিচয় গোপন রেখেছিল।”

তিনি আরও দাবি করেন, আবরার ফাহাদ হত্যার আসামিদের উকিল হওয়াও এর প্রমাণ বহন করে। তাঁর ভাষায়, “আবরারকে যারা হত্যা করেছে, তাদের আসামিদের উকিল হচ্ছেন শিশির মনি। এটিই প্রমাণ করে হত্যার সঙ্গে শিবির জড়িত।”

আবরার হত্যার প্রেক্ষাপট

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হল থেকে আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। নিহত আবরার ছিলেন তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় তাঁর বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল–১ মামলার রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

চলতি বছরের ১৬ মার্চ হাইকোর্ট ওই রায় বহাল রাখে। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।