আসিফ মাহমুদ
আমার সংশ্লিষ্টতা নেই চাঁদাবাজিতে,৫ আগস্টের পর দেখা হয়নি অপুর সাথে: আসিফ মাহমুদ।

- আপডেট সময় : ১১:২২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
রাজধানীর গুলশানে সাবেক মহিলা এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হওয়া গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর স্বীকারোক্তিমূলক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।যেখানে তিনি চাঁদাবাজিতে উপদেষ্টা আসিফ মাহমুদকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন।তবে জানে আলম অপুর অভিযোগ নাকচ করেছেন আসিফ মাহমুদ।তিনি দাবি করেন,চাঁদাবাজির ঘটনায় তার সংশ্লিষ্টতা নেই।
বৃহস্পতিবার(১৪ আগস্ট)সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।জানে আলম অপুর ভিডিও সম্পর্কে তিনি বলেন,জানে আলম অপুকে ২০২২ সালে চিনতাম।৫ আগস্টের পর তার সাথে কখনো দেখা বা কথা কথা হয়নি।এ ধরনের দাবী আসার পর বেশ অবাক হয়েছি।
সচিবালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, চাঁদাবাজির সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই,যা বলা হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে তা জোর করে নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে।
উপদেষ্টা থেকে পদত্যাগ এবং রাজনীতিতে যুক্ত নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসিফ মাহমুদ বলেন,সবাই শুধু পরিচিতি বেশি হওয়ার কারণে আমার বা মাহফুজ ভাই বা ছাত্র উপদেষ্টাদের কথা বলে থাকেন,কিন্তু এই সরকারে তো আরো অনেকে আছেন, যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে। এখনো হয়তো আছে এবং সামনেও রাজনীতি করবেন,কিংবা নির্বাচনও করবেন।
সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরো অনেকে হয়তো আছেন।আমি মনে করি, সবারই তফসিলের আগে পদত্যাগ করা উচিত।তিনি বলেন,আমি নিজে পদত্যাগ করব,কারণ আমি রাজনীতি করব।তবে নির্বাচন করব কি না এখনো ঠিক হয়নি। পদত্যাগ করে এনসিপিতে যোগ দেব কি না তা ঠিক হয়নি এখনো।