সংবাদ শিরোনাম ::
বেতনের দাবীতে উত্তাল আশুলিয়া
আশুলিয়ায় বেতনের দাবীতে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ।

আশুলিয়া সংবাদদাতাঃ
- আপডেট সময় : ০৯:৩৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়ায় বেতনের দাবীতে বাইপাইল- আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা।সকাল থেকে আশুলিয়ার নিশ্চিতপুর ইটখোলা এলাকার নাসা গ্রুপের শ্রমিকরা বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ করে।যার ফলে মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে রয়েছে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়,সকালে নাসা গ্রুপের প্রায় আট হাজার শ্রমিকরা জুলাই মাসের বেতন ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করে রাখে।এঘটনায় সেখানে উত্তেজনা তৈরি হলে আশেপাশের প্রায় আরও ১৫ টি তৈরি পোশাক কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষনা করা হয়।
এবিষয়ে শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভুঁইয়া বলেন,নাসা গ্রুপের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।