সংবাদ শিরোনাম ::
ইউএস ওপেনে গ্যালারিতে বিয়ের প্রস্তাব, সাবালেঙ্কার প্রতিক্রিয়া—‘চাপ নেই’

খেলা ডেস্ক ।
- আপডেট সময় : ০৮:১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ৮ বার পড়া হয়েছে
ইউএস ওপেনের কোর্টে তৃতীয় রাউন্ডে লেইলা ফার্নান্দেজের বিপক্ষে খেলতে গিয়ে মেয়েদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আরিনা সাবালেঙ্কা যে মুহূর্তে র্যাকেট ধরে ছিলেন, তখনও দর্শকদের নজর কেড়েছিল এক আলাদা দৃশ্য। লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামের গ্যালারিতে ১৪ হাজার দর্শকের মধ্যে একজন প্রেমিক হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দেন।
সাবালেঙ্কা অবিশ্বাস ও লজ্জা মিশ্রিত চেহারায় দুই হাত মুখে দিয়ে মুহূর্তটি নান্দনিকভাবে উপভোগ করেন। পুরো স্টেডিয়াম করতালিতে মুখরিত হয়ে ওঠে, অনেকেই সেই মুহূর্ত মোবাইলে ধারণ করেন। প্রেমিক হাতের ইশারায় দর্শকদের আরও আওয়াজ তুলতে বলেন এবং পরবর্তীতে সাবালেঙ্কার হাতে আংটিটি পরিয়ে দেন। শেষমেষ দুজনে আলিঙ্গন করে মুহূর্তটি উদযাপন করেন।
প্রেম এবং খেলাধুলার মধুর সংমিশ্রণে ইউএস ওপেনের এই দৃশ্য দর্শকদের মনে দীর্ঘ সময় থাকবে।