রাজশাহী মেডিকেলে ১৭ কোটি টাকার প্রাণরক্ষাকারী ওষুধ।

- আপডেট সময় : ০৮:১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগের চিকিৎসার জন্য বিদেশি একটি স্বেচ্ছাসেবী সংস্থা ১৭ কোটি টাকার ওষুধ দিয়েছে। এই সহায়তা এসেছে কলেজের ইন্টার্ন চিকিৎসক শীর্ষ শ্রেয়ানের উদ্যোগ ও সমন্বয়ের মাধ্যমে।
নেদারল্যান্ডস থেকে গত ২০ আগস্ট ঢাকায় পৌঁছানো এসব ওষুধ সোমবার রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বুঝে নেয়। এর মধ্যে রয়েছে অ্যাল্টেপ্লেস নামের যুগান্তকারী থ্রম্বোলাইটিক ওষুধ, যা স্ট্রোক ও মায়োকার্ডিয়াল ইনফার্কশনের মতো প্রাণঘাতী অবস্থার চিকিৎসায় ব্যবহার করা হয়।
শীর্ষ শ্রেয়ান, রাজশাহী মেডিকেলের ৬১তম ব্যাচের শিক্ষার্থী, বিশ্বখ্যাত সংস্থা ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন, ডিরেক্ট রিলিফ এবং এঞ্জেল ইনিসিয়েটিভের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে এই ওষুধ সংগ্রহ করেন। এ কাজে হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক আজিজুল হকও তাকে সহযোগিতা করেছেন।
শীর্ষ শ্রেয়ান Firstআলোকে বলেন, তিনি “ফিউচার স্ট্রোক লিডারস কোহর্ট-২”–এর গবেষণা প্রকল্পের মাধ্যমে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পরিচিত হন। গবেষণাপত্রটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয় এবং ‘বেস্ট পেপার’ হিসেবে স্বীকৃতি পায়। এর সূত্রেই ডিরেক্ট রিলিফের এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক তার সঙ্গে যোগাযোগ করেন এবং রাজশাহী মেডিকেলে ওষুধের প্রয়োজন জানায়।
আজিজুল হক বলেন, ওষুধের মেয়াদ এক বছর অবশিষ্ট থাকায় তা গরিব দেশগুলোর রোগীদের বিনামূল্যে ব্যবহার করার জন্য দাতা সংস্থাকে দেওয়া হয়। বাংলাদেশে রোগীরা সাধারণত আক্রান্ত হওয়ার এক-দুই দিন পরে হাসপাতালে আসে, তাই তারা হৃদরোগের চিকিৎসার জন্য ওষুধ ব্যবহার করতে অনুমোদন দেয়। প্রাপ্ত ওষুধ দিয়ে প্রায় ৫০০ রুগীর চিকিৎসা সম্ভব হবে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, “১৭ কোটি টাকার ওষুধ এত বিপুল পরিমাণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই প্রথম এসেছে। বিভিন্ন সময়ে সহযোগিতা আসে, তবে এত বড় সহায়তা আগে কখনও পাওয়া যায়নি।”