নিজস্ব প্রতিবেদক।
ইভটিজিংয়ের দায়ে অটোচালককে ১ বছরের কারাদণ্ড

- আপডেট সময় : ১০:২১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক শিশুকে ইভটিজিংয়ের অভিযোগে দুলাল মিয়া (৪৫) নামে এক অটোরিকশাচালককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম জানান, সকালে ব্রাহ্মণগ্রাম এলাকায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী একটি কিন্ডারগার্টেনের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় অটোরিকশাচালক দুলাল মিয়া তার সঙ্গে অশালীন আচরণ ও কথাবার্তা বলতে শুরু করেন। একপর্যায়ে ওই ব্যক্তি শিশুটির শরীর স্পর্শ করার চেষ্টা করলে সে চিৎকার করে ওঠে। শিশুর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে দুলালকে হাতেনাতে আটক করে এবং কর্তৃপক্ষকে খবর দেয়।
ভ্রাম্যমাণ আদালতের রায়
খবর পেয়ে ইউএনও মো. ছামিউল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। আটককৃত দুলাল মিয়া নিজের দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত দুলাল মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করেন।