ইসরায়েলের বিমান হামলা: হামাসের মুখপাত্র আবু ওবায়দা লক্ষ্যবস্তু?

- আপডেট সময় : ০৬:০৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ৮ বার পড়া হয়েছে
ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দাকে লক্ষ্য করে একটি বিমান হামলা চালিয়েছে। শনিবার (৩০ আগস্ট) ইসরায়েলি সংবাদমাধ্যম কেএএন-এর একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে যে তারা গাজা সিটিতে হামাসের একজন “গুরুত্বপূর্ণ সদস্যকে” লক্ষ্য করে হামলা চালিয়েছে। যদিও বিবৃতিতে সুনির্দিষ্টভাবে কারও নাম উল্লেখ করা হয়নি, একাধিক হিব্রু সংবাদমাধ্যম জানিয়েছে যে হামলার লক্ষ্যবস্তু ছিলেন আবু ওবায়দা, যার আসল নাম হুদায়ফা সামির আবদুল্লাহ আল-কাহলৌত।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এই হামলায় তারা নিখুঁত সামরিক সরঞ্জাম ও গোয়েন্দা তথ্য ব্যবহার করেছে। ইসরায়েলের চ্যানেল ১৩ সরাসরি জানায় যে আবু ওবায়দাই তাদের হামলার মূল লক্ষ্য ছিলেন। তবে হামাস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
আবু ওবায়দা: একজন রহস্যময় ব্যক্তিত্ব
আবু ওবায়দা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ও রহস্যময় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তিনি সবসময় মুখোশ পরে থাকেন এবং তার আসল পরিচয় বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা যায় না। এর আগেও ইসরায়েল তাকে লক্ষ্যবস্তু করার বহুবার চেষ্টা করেছে।
গাজায় চলমান হামলা ও হতাহতের ঘটনা
এদিকে, চিকিৎসা সূত্র থেকে জানা যায়, শনিবার ভোরে গাজা সিটির পশ্চিমাঞ্চলীয় আল-রিমাল এলাকার একটি আবাসিক ভবনে বিমান হামলায় সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ভবনটিতে নারী, শিশু এবং বাস্তুচ্যুত মানুষেরা আশ্রয় নিয়েছিল।
শনিবার রাত থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটির বিভিন্ন এলাকায় ব্যাপক বোমা হামলা শুরু করেছে এবং শহরটিকে ‘ঝুঁকিপূর্ণ যুদ্ধক্ষেত্র’ হিসেবে ঘোষণা করেছে। ২০২৩ সালের অক্টোবর মাস থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৬৩,৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন