আর্ন্তজানিত ডেস্ক
ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানিয়েছে লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। গতকাল মঙ্গলবার সংগঠনটির উপপ্রধান শেখ নাইম কাসেম এমনটি জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হিজবুল্লাহর উপপ্রধান বলেন, হিজবুল্লাহ যুদ্ধের জন্য প্রস্তুত এবং ইসরায়েলকে বিজয় নিশ্চিত করতে দেবে না। লেবাননের ওপর যেকোনো আক্রমণ করলে ইসরায়েল ধ্বংসের মুখোমুখি হবে। যদি ইসরায়েল সর্বাত্মক যুদ্ধ চায় তাহলে আমরা প্রস্তুত আছি।
গত ৭ অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত হিজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে ইসরায়েল-লেবানন যুদ্ধের আশঙ্কা করছে বিশ্লেষকেরা।
এ নিয়ে মঙ্গলবার ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার বলেছেন, উত্তরাঞ্চলের লড়াইটি স্থায়ী বাস্তবতা নয়। ওই এলাকা থেকে উচ্ছেদ হওয়া হাজার হাজার ইসরায়েলিদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ। এই বিষয়টি কূটনৈতিক উপায়ে নাকি বলপ্রয়োগ করে হবে তা হিজবুল্লাহর ওপর নির্ভর করে।
ইসরায়েলের সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতেও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
সবশেষ, ২০০৬ সালে লেবাননে হামলা চালায় ইসরায়েল। ওই সময় হাজার হাজার মানুষ বাস্তচ্যুত হয়েছিলো। গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় প্রায় তিন শতাধিক হিজবুল্লাহ সদস্য প্রাণ হারিয়েছেন। সেইসঙ্গে নিহত হয়েছেন লেবাননের আরো ৮০ বেসামরিক নাগরিক।