উজিরপুরে সওজের জমিতে বিএনপির পাকা কার্যালয়, আগে ছিল আ.লীগের টিনের অফিস

- আপডেট সময় : ০৬:৪১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ৫ বার পড়া হয়েছে
বরিশালের উজিরপুরে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমিতে গড়ে উঠেছে ইউনিয়ন বিএনপির পাকা কার্যালয়। অথচ একই জায়গায় আগে ছিল আওয়ামী লীগের একটি টিনশেড অফিস। ২০২৩ সালের ৫ আগস্ট সরকার পতনের দিনে সেটি পুড়িয়ে দেওয়ার পর সেখানেই বিএনপির কার্যালয় নির্মাণ করা হয়েছে।
বরিশাল–বানারীপাড়া সড়কের গুঠিয়া সেতুর পশ্চিম প্রান্তে ব্যস্ত এলাকায় খালঘেঁষে পিলারের ওপর ভবনটি নির্মিত হয়েছে। ইতোমধ্যেই চারপাশের দেয়াল, ছাদ ও প্রবেশদ্বারের কাজ শেষ। পশ্চিম দিকের মূল সড়ক থেকে গুঠিয়া হাটে যাওয়ার শাখা সড়কের সঙ্গেই ভবনের প্রবেশমুখ।
স্থানীয় লোকজন জানান, ২০২৩ সালের অক্টোবরে আওয়ামী লীগ সেখানে দলীয় কার্যালয় করেছিল। তবে গুঠিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ও উজিরপুর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শাহিন হাওলাদার দাবি করেছেন, সেখানে আগে আওয়ামী লীগের কোনো অফিস ছিল না। তিনি বলেন, “খালি জমিতে আমরা ভবন করেছি। সরকারের প্রয়োজন হলে দিয়ে দেব।”
আওয়ামী লীগ নেতাদের দাবি, সওজের মৌখিক অনুমতি নিয়েই তাঁরা টিনের অফিস করেছিলেন, যা পরে লুটপাট ও অগ্নিসংযোগে ধ্বংস হয়। এখন বিএনপি সেটির জায়গায় পাকা ভবন করেছে।
এ বিষয়ে জানতে চাইলে সওজের বরিশাল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম বলেন, তিনি বিষয়টি অবগত নন এবং খোঁজ নিচ্ছেন। দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী হামিদুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁর ভাষ্য, ভবনটি সওজের জমিতেই হতে পারে, তবে তা নিশ্চিত হতে সার্ভেয়ার দিয়ে মাপতে হবে।