উত্তরা ইপিজেডে আইনশৃঙ্খলা বাহিনী ও শ্রমিকের সংঘর্ষ, নিহত ১

- আপডেট সময় : ১০:০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৪ বার পড়া হয়েছে
নীলফামারী: নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং কমপক্ষে ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এই সংঘর্ষের পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নিহত হাবিবুর রহমান হাবিব (৪০) নীলফামারী সদর উপজেলার কাজিরহাট গ্রামের বাসিন্দা। রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, উত্তরা ইপিজেডের একটি পরচুলা তৈরির কারখানা, এভারগ্রিন-এর শ্রমিকরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন দাবিতে আন্দোলন করছিলেন। সোমবার রাতে কর্তৃপক্ষ হঠাৎ করেই কারখানা বন্ধ ঘোষণা করলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ চরমে পৌঁছায়।
মঙ্গলবার সকালে শ্রমিকরা উত্তরা ইপিজেডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা জোর করে ইপিজেডের ভেতরে প্রবেশ করতে চাইলে কর্তব্যরত সেনাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী গুলি চালায়। এতে ছয়জন শ্রমিক গুলিবিদ্ধ হন।
আহতদের দ্রুত নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করেন। বাকি পাঁচজনের চিকিৎসা চলছে। নীলফামারী হাসপাতালের ডা. ফারহান তানভীর উল ইসলাম জানান, সকাল ৯টার দিকে গুলিবিদ্ধ ছয়জনকে হাসপাতালে আনা হয়েছিল, যার মধ্যে একজন মৃত অবস্থায় ছিলেন।
সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে আরও বিপুল সংখ্যক শ্রমিক ঘটনাস্থলে এসে জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, সেনাবাহিনী এবং ৫৬ বিজিবির সদস্যরা কাজ করছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন বিজিবি’র লেফটেন্যান্ট কর্নেল এস এম বদরুদ্দোজা।