ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার উল্টো প্রবণতা, বাড়াতে হবে শিক্ষাখাতে বিনিয়োগ নড়াইলে নিখোঁজের চার দিন পর পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার ত্রয়োদশ নির্বাচনের আগে একাধিক সরকার আসতে পারে: আসাদুজ্জামান রিপন হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর তিন দিনের রিমান্ডে ট্রাম্পের অভিযোগ: পুতিন, শি এবং কিম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ইভটিজিংয়ের দায়ে অটোচালককে ১ বছরের কারাদণ্ড বকেয়া বেতনের দাবিতে কুড়িলে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর হতে বাধা নেই লঘুচাপ পরিণত সুস্পষ্ট লঘুচাপে, বাড়বে বৃষ্টি বগুড়া সদর থানাধীন ঠনঠনিয়াস্থ আল-ওহি ন্যাশনাল মাদ্রাসায় ৮ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। 

একই স্থানে বিএনপির দুই পক্ষের কর্মসূচি, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা জারি।

নিজস্ব প্রতিবেদক।
  • আপডেট সময় : ০৫:২৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে একই সময় ও একই স্থানে বিএনপির দুই পক্ষ আলাদা কর্মসূচির ঘোষণা দেওয়ায় জনস্বার্থে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে পৌরসভা ও আশপাশের এলাকায়।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস এই আদেশ জারি করেন।

আদেশে উল্লেখ করা হয়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি উভয় পক্ষ স্বাধীনতা চত্বরে একই সময়ে মিছিল-সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময়ে এলাকায় আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র বহন বা প্রদর্শন, মাইক ব্যবহার, পাঁচজনের বেশি মানুষের একত্রে চলাফেরা এবং যেকোনো ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিধিনিষেধের বাইরে থাকবে।

স্থানীয় নেতাদের তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী হলেও কর্মসূচি পিছিয়ে বুধবার সুন্দরগঞ্জ পৌরসভায় আয়োজন করা হয়। পৌর বিএনপি সকাল ১০টা থেকে স্বাধীনতা চত্বরে মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়। একই স্থানে একই সময়ে উপজেলা বিএনপিও কর্মসূচি ঘোষণা করে। মঙ্গলবার থেকেই দুই পক্ষ মাইকিং শুরু করলে উত্তেজনা বাড়ে।

ইউএনও রাজ কুমার বিশ্বাস জানান, বিএনপির দুই পক্ষের সঙ্গে আলোচনা করেও সমঝোতা হয়নি। তাই জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পৌর বিএনপির আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া বলেন, প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

একই স্থানে বিএনপির দুই পক্ষের কর্মসূচি, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা জারি।

আপডেট সময় : ০৫:২৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে একই সময় ও একই স্থানে বিএনপির দুই পক্ষ আলাদা কর্মসূচির ঘোষণা দেওয়ায় জনস্বার্থে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে পৌরসভা ও আশপাশের এলাকায়।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস এই আদেশ জারি করেন।

আদেশে উল্লেখ করা হয়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি উভয় পক্ষ স্বাধীনতা চত্বরে একই সময়ে মিছিল-সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময়ে এলাকায় আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র বহন বা প্রদর্শন, মাইক ব্যবহার, পাঁচজনের বেশি মানুষের একত্রে চলাফেরা এবং যেকোনো ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিধিনিষেধের বাইরে থাকবে।

স্থানীয় নেতাদের তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী হলেও কর্মসূচি পিছিয়ে বুধবার সুন্দরগঞ্জ পৌরসভায় আয়োজন করা হয়। পৌর বিএনপি সকাল ১০টা থেকে স্বাধীনতা চত্বরে মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়। একই স্থানে একই সময়ে উপজেলা বিএনপিও কর্মসূচি ঘোষণা করে। মঙ্গলবার থেকেই দুই পক্ষ মাইকিং শুরু করলে উত্তেজনা বাড়ে।

ইউএনও রাজ কুমার বিশ্বাস জানান, বিএনপির দুই পক্ষের সঙ্গে আলোচনা করেও সমঝোতা হয়নি। তাই জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পৌর বিএনপির আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া বলেন, প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।