কাঞ্চন নগরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১,(চুরি নাকি পরিকল্পিত ঘটনা )

- আপডেট সময় : ১১:০৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সাগর আলী তালুকদার বাড়ি (সৌয্য’ভর বাড়ি) এলাকায় আজ ২২জুলাই রাতে সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর এ ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে চোরচক্রের একটি দল ওই এলাকায় চুরির চেষ্টা চালায়। এসময় এলাকাবাসী তাদের ধরে ফেললে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই এক চোরের মৃত্যু হয়। গুরুতর আহত হয় আরও দুইজন। নিহত মাহিন (১৭) ঐ এলাকার মোঃ মনার ছেলে।
ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও অনেকেই ঘটনাটিকে দীর্ঘদিন ধরে চলা চুরি-ডাকাতি দমনের একটি প্রতিরোধ হিসেবে দেখছেন ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লা*শ নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।
এইদিকে নিহতের পরিবার বলছে নিচক চোর সন্দেহে এই ঘটনা ঘটিয়েছে। তাই ঘটনার সত্যতা সামনে না আসা পর্যন্ত অনেক কিছু বুঝা যাচ্ছেনা।