বিনোদন ডেস্ক
প্রায় শেষের পথে কান চলচ্চিত্র উৎসব। রাত পোহালেই পর্দা নামবে এবারের আসরের। কার হাতে উঠতে যাচ্ছে এ বছরের স্বর্ণপাম, তা নিয়ে চলছে জল্পনা। তবে এরই মধ্যে ঘোষিত হয়েছে এ উৎসবের সমান্তরাল বিভাগগুলোর পুরস্কার। গতকাল শুক্রবার (২৪ মে) স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) দক্ষিণ ফ্রান্সে পালে দে ফেস্টিভ্যাল ভবনের দ্যুবুসি থিয়েটারে ঘোষণা করা হয়েছে আঁ সাঁর্তে রিগা বিভাগে বিজয়ীদের নাম। এতে সেরা অভিনেত্রীর খেতাব জিতেছেন বঙ্গতনয়া অনসূয়া সেনগুপ্ত। ‘দ্য শেমলেস’ ছবির জন্য তাঁর ঝুলিতে উঠলো এই পুরস্কার।
তিনিই প্রথম ভারতীয়, যিনি কান চলচ্চিত্র উৎসবে এই বিভাগে সেরা অভিনেত্রী বা সেরা অভিনেতার পুরস্কার পেলেন। সিনেমাটি পরিচালনা করেছেন বুলগেরিয়ান নির্মাতা কনস্তান্তিন বোয়ানভ। এতে উঠে এসেছে পুলিশকে হত্যা করে যৌনপল্লি থেকে পালিয়ে যাওয়া এক যৌনকর্মীর গল্প।
এই পুরস্কার কুইয়্যার ও অন্যান্য প্রান্তিক সম্প্রদায় যাঁরা এমন লড়াই লড়ছেন, যা তাঁদের লড়ার কথা নয়, তাঁদের উৎসর্গ করেছেন অনসূয়া। পুরস্কার নেওয়ার সময় অভিনেত্রী বললেন, ‘সাম্যের জন্য লড়াই করতে কুইয়্যার হওয়ার প্রয়োজন নেই। ঔপনিবেশিক সভ্যতা জঘন্য তা বোঝার জন্য ঔপনিবেশিক হতে হয় না, আমাদের শুধু খুব খুব ভালো মানুষ হতে হবে।’
আদ্যোপান্ত বাঙালি অনসূয়া সেনগুপ্ত। কলকাতার মেয়ে তিনি। সেখানেই বড় হয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্য নিয়ে। কলকাতার লেক গার্ডেন্সে তাঁর বাড়ি।
আঁ সার্তে রিগা বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে চীনের ‘ব্ল্যাক ডগ’। এটি পরিচালনা করেছেন নির্মাতা হু গুয়ান। একই বিভাগে জুরি অ্যাওয়ার্ড জিতেছে বরিস লজকিনের ‘দ্য স্টোরি অব সুলেমান’।
এদিকে, কান উৎসবে ইতিহাস গড়লো সৌদি আরব। ৭৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অংশ নিয়ে এই বিভাগে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড জিতেছে নির্মাতা তৌফিক আলজায়েদির সিনেমা ‘নোরাহ’।
একঝলকে আঁ সাঁর্তে রিগা’র বিজয়ীরা-
সেরা যুব পুরস্কার
হোলি কাউ (লুইস করভোয়জার)
সেরা অভিনেত্রী
অনসূয়া সেনগুপ্ত (দ্য শেমলেস)
সেরা অভিনেতা
আবু সাঙ্গারে (দ্য হিস্টোরি অব সুলেমান)
সেরা পরিচালক
রবার্তো মিনারভিনি (দ্য ড্যামড)
রুঙ্গানো নিওনি (অন বিকমিং আ গুয়েনা ফাউল)
জুরি অ্যাওয়ার্ড
দ্য স্টোরি অব সুলেমান (বরিস লোজকিন )
সেরা সিনেমা
ব্ল্যাক ডগ (গুয়ান হু )
উল্লেখ্য, ২০২১ সালের ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে মনোনয়ন পেয়েছিলো বাংলাদেশি নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।