কিয়েভে রাশিয়ার রাতভর হামলা: শিশুসহ ৪ নিহত, আহত অন্তত ২২

- আপডেট সময় : ০৫:৩৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
ইউক্রেনের রাজধানী কিয়েভে গতকাল বুধবার গভীর রাতে রাশিয়া ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে শিশুসহ অন্তত চারজন নিহত এবং আরও কমপক্ষে ২২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে কিয়েভ সামরিক প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো জানান, নিহতের সংখ্যা চার। আহতদের মধ্যে অন্তত তিনজন শিশু রয়েছে। কিয়েভের বিভিন্ন এলাকায় হামলার কারণে শহরের বহুতল আবাসিক ভবনসহ অসংখ্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
শহরের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেন, কিয়েভের পূর্ব উপকণ্ঠে দুটি বহুতল ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপ থেকে বাসিন্দাদের উদ্ধার করতে রাতভর ফায়ার সার্ভিস ও জরুরি সেবা সদস্যরা কাজ করেছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ভবনের একটি দীর্ঘ তালিকা প্রকাশ করেছে, যার মধ্যে আবাসিক টাওয়ার, অফিস এবং অবকাঠামোও রয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে আগুনে জ্বলতে থাকা ভবন ও ঘন ধোঁয়ার দৃশ্য দেখা গেছে। তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এসব ছবির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।
রাশিয়ার হামলার ধরণ ইঙ্গিত দিচ্ছে যে এটি কিয়েভের ওপর অন্যতম তীব্রতম রাতের আক্রমণ ছিল। এ ঘটনায় শহরের বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ রাত কাটিয়েছেন বাঙ্কার ও আন্ডারগ্রাউন্ড শেল্টারে।