ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা অস্ট্রেলিয়ায় দুই হামলাকারী বাবা ও ছেলে, বলছে পুলিশ যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে দুই শিক্ষার্থী নিহত সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক গুলিবিদ্ধ হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ গভীর রাতে মেসি কেন কলকাতায়? সংকটাপন্ন ওসমান হাদি নিবিড় পর্যবেক্ষণে, ‘অঙ্গপ্রত্যঙ্গ কাজ করছে’: ডা. তাসনিম জারা ওসমান হাদিকে নিয়ে যা বলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড নোয়াখালীর নতুন ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে পলাশের উৎসবমুখর প্রতিক্রিয়া

কিশোরগঞ্জের পাগলা মসজিদে খোলা ১৩টি সিন্দুক থেকে মিলেছে ৩২ বস্তা টাকা, স্বর্ণ-ভাণ্ডার ও বৈদেশিক মুদ্রা

Songbad somachar
  • আপডেট সময় : ০৭:৫৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১৩টি সিন্দুক খোলা হয় এবং তাতে মোট ৩২ বস্তা টাকার পাশাপাশি বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। শনিবার সকাল ৭টা থেকে সিন্দুকের গণনার কাজ শুরু হয়েছে। কর্তৃপক্ষ আশা করছেন, এবার মিলিত সম্পদ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।

মসজিদের দানের সিন্দুক প্রতি চার মাস অন্তর খোলা হয়। মনোবাসনা পূরণের আশায় মানুষ এখানে টাকাসহ নানা সম্পদ দান করেন। চলতি বছরের ১২ এপ্রিলও দানবাক্স খোলা হয়েছিল, যেখানে মোট ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকার নগদ, বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা পাওয়া গিয়েছিল।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এবং দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ উপস্থিত থেকে ১৩টি সিন্দুক খোলা নিশ্চিত করেন। সিন্দুক থেকে পাওয়া সব টাকা মেঝেতে ঢেলে গণনা করা হচ্ছে।

ফৌজিয়া খান জানান, পাগলা মসজিদ ও ইসলামি কমপ্লেক্সের খরচ চালিয়ে দানের বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয়। এ পর্যন্ত নগদ হিসেবে ৯১ কোটি টাকা ব্যাংকে জমা রয়েছে, এছাড়া অনলাইনে পাঁচ লক্ষাধিক টাকার আরও দান আছে। আজকের গণনার পর এই টাকা ব্যাংকে জমা হবে। দানের এই লভ্যাংশ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়া হয় এবং অসহায় ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের সহায়তা করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কিশোরগঞ্জের পাগলা মসজিদে খোলা ১৩টি সিন্দুক থেকে মিলেছে ৩২ বস্তা টাকা, স্বর্ণ-ভাণ্ডার ও বৈদেশিক মুদ্রা

আপডেট সময় : ০৭:৫৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১৩টি সিন্দুক খোলা হয় এবং তাতে মোট ৩২ বস্তা টাকার পাশাপাশি বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। শনিবার সকাল ৭টা থেকে সিন্দুকের গণনার কাজ শুরু হয়েছে। কর্তৃপক্ষ আশা করছেন, এবার মিলিত সম্পদ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।

মসজিদের দানের সিন্দুক প্রতি চার মাস অন্তর খোলা হয়। মনোবাসনা পূরণের আশায় মানুষ এখানে টাকাসহ নানা সম্পদ দান করেন। চলতি বছরের ১২ এপ্রিলও দানবাক্স খোলা হয়েছিল, যেখানে মোট ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকার নগদ, বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা পাওয়া গিয়েছিল।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এবং দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ উপস্থিত থেকে ১৩টি সিন্দুক খোলা নিশ্চিত করেন। সিন্দুক থেকে পাওয়া সব টাকা মেঝেতে ঢেলে গণনা করা হচ্ছে।

ফৌজিয়া খান জানান, পাগলা মসজিদ ও ইসলামি কমপ্লেক্সের খরচ চালিয়ে দানের বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয়। এ পর্যন্ত নগদ হিসেবে ৯১ কোটি টাকা ব্যাংকে জমা রয়েছে, এছাড়া অনলাইনে পাঁচ লক্ষাধিক টাকার আরও দান আছে। আজকের গণনার পর এই টাকা ব্যাংকে জমা হবে। দানের এই লভ্যাংশ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়া হয় এবং অসহায় ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের সহায়তা করা হয়।