ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনকালে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে: প্রধান উপদেষ্টা জামায়াতের জোটে ইসলামী আন্দোলন থাকছে কি না ঘোষণা আজ, দুপুরে মজলিসে শূরার বৈঠক মাদুরো ও তার স্ত্রীকে মুক্তির দাবিতে কারাকাসের রাস্তায় হাজারো মানুষ মেসির হাতের সেই বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায় প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির চতুর্থ দিন আজ ইরানের সঙ্গে বাণিজ্য করলে দিতে হবে ২৫ শতাংশ শুল্ক, ট্রাম্পের নতুন ঘোষণা যুক্তরাষ্ট্র পরীক্ষা নিতে চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান গোল্ডেন গ্লোব: রাতে বেভারলি হিলসে বসছে তারার মেলা সালাহ ম্যাজিকে আইভরি কোস্টকে বিদায় করে সেমিতে মিশর বারিশাল গৌরনদীতে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

কুখ্যাত মাদক কারবারি নবীর শিকদার ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

Songbad somachar
  • আপডেট সময় : ১১:৫৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযানে গ্রেপ্তার হয়েছে কুখ্যাত মাদক ব্যবসায়ী নবীর শিকদার (৩৫)। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুশলী ইউনিয়নের দক্ষিণ কুশলী গ্রামে এ অভিযান চালানো হয়।

আটক নবীর শিকদার দক্ষিণ কুশলী গ্রামের ফায়েজুর শিকদারের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জের বিভিন্ন থানায় মোট ৩৪টি মাদক মামলা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটিতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও জারি আছে।

অভিযানে সরাসরি নেতৃত্ব দেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন। তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল শনিবার বিকেলে দক্ষিণ কুশলী গ্রামে অভিযান চালায়। এসময় নবীর শিকদারকে আটক করে তার কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশের দাবি, নবীর শিকদার দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে রয়েছে মাদক পাচার, মাদক বিক্রি ও বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ।

এদিকে স্থানীয়রা জানান, নবীর শিকদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এতে যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদকে আসক্ত হয়ে পড়ছিল। তারা আরও দাবি করেন— শুধু নবীর নয়, তার সহযোগী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হোক।

নবীর গ্রেপ্তারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। মাদকবিরোধী চলমান অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও কঠোর পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুখ্যাত মাদক কারবারি নবীর শিকদার ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৫৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযানে গ্রেপ্তার হয়েছে কুখ্যাত মাদক ব্যবসায়ী নবীর শিকদার (৩৫)। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুশলী ইউনিয়নের দক্ষিণ কুশলী গ্রামে এ অভিযান চালানো হয়।

আটক নবীর শিকদার দক্ষিণ কুশলী গ্রামের ফায়েজুর শিকদারের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জের বিভিন্ন থানায় মোট ৩৪টি মাদক মামলা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটিতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও জারি আছে।

অভিযানে সরাসরি নেতৃত্ব দেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন। তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল শনিবার বিকেলে দক্ষিণ কুশলী গ্রামে অভিযান চালায়। এসময় নবীর শিকদারকে আটক করে তার কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশের দাবি, নবীর শিকদার দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে রয়েছে মাদক পাচার, মাদক বিক্রি ও বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ।

এদিকে স্থানীয়রা জানান, নবীর শিকদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এতে যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদকে আসক্ত হয়ে পড়ছিল। তারা আরও দাবি করেন— শুধু নবীর নয়, তার সহযোগী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হোক।

নবীর গ্রেপ্তারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। মাদকবিরোধী চলমান অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও কঠোর পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন।