ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুলশানের হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার প্রধান উপদেষ্টাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এনসিপি নেত্রীর নুরকে রাষ্ট্রপতির ফোন,বিদেশে চিকিৎসার আশ্বাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও সংঘর্ষ, আহত সহ-উপাচার্যসহ অন্তত ১০ আ.লীগের সময়েও নুরের ওপর এমন হামলা হয়নি, এর দায় সরকারকে নিতে হবে : উপদেষ্টা আসিফ ১৬ বছর ধরে যে একটা রুমে বসে চলছে তারেক রহমানের রাজনীতি বিএনপির সাবেক এমপির ওপর হামলার সাত আসামীর জামিন নামঞ্জুর দুইটা ভুল করেছি,একটা স্বৈরাচারের পতন ঘটিয়ে : ফাতিমা তাসনীম নেত্রকোনায় জমি নিয়ে বিরোধে এক রাতে ২ জনের মৃত্যু, আহত ৩ আইএসপিআরের বিবৃতি প্রত্যাখ্যান গণঅধিকার পরিষদের

খাগড়াছড়িতে বালিশচাপা দিয়ে দুই বছরের শিশুহত্যার অভিযোগ, মা আটক।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:২৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি পৌর শহরে মর্মান্তিক এক ঘটনার জন্ম দিয়েছে একটি পরিবারিক ট্র্যাজেডি। মাত্র দুই বছরের এক শিশুকে বালিশচাপা দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। শুক্রবার (২৯ আগস্ট) গভীর রাতে শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটির নাম মো. তহিদুল আলম। নিহত তহিদুল স্থানীয় একটি ওষুধ কোম্পানির কর্মী মোস্তাফিজুর রহমান ও সাবিনা ইয়াসমিন দম্পতির ছেলে।

ঘটনার পর রাতেই পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। একই সঙ্গে অভিযুক্ত মা সাবিনা ইয়াসমিনকে আটক করেছে।

ঘটনাপ্রবাহ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে শিশুটি গুরুতর অসুস্থ বলে দাবি করে সাবিনা ইয়াসমিন বাসায় একজন চিকিৎসক ডাকেন। চিকিৎসক এসে শিশুটিকে মৃত অবস্থায় পান। তবে সাবিনার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় চিকিৎসক পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং সাবিনাকে আটক করে থানায় নিয়ে যায়।

বাবার বর্ণনা

শিশুটির বাবা মো. মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার সময় তিনি অফিসের কাজে খাগড়াছড়ির পানছড়িতে ছিলেন। রাত বেশি হয়ে যাওয়ায় সেখানেই থেকে যান। গভীর রাতে ফোনে খবর পান তাঁর স্ত্রী তাঁদের দুই বছরের ছেলেকে হত্যা করেছে। তিনি আরও জানান, তাঁদের চার বছরের আরেকটি কন্যাসন্তান রয়েছে, ঘটনাকালে সে বাসায়ই ছিল।

পুলিশের বক্তব্য

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বাতেন মৃধা বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে শিশুটিকে বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, আটক সাবিনা ইয়াসমিন মানসিকভাবে অসুস্থ বলে তাঁর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পরিবারের অভিযোগ ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর প্রতিক্রিয়া

হঠাৎ এ ধরনের নৃশংস ঘটনার পর শান্তিনগর এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। প্রতিবেশীরা বলছেন, সাবিনা ইয়াসমিনের আচরণে কিছুদিন ধরে অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছিল। তবে এমন ঘটনা ঘটবে তা কেউ ভাবতেও পারেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খাগড়াছড়িতে বালিশচাপা দিয়ে দুই বছরের শিশুহত্যার অভিযোগ, মা আটক।

আপডেট সময় : ০৬:২৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

খাগড়াছড়ি পৌর শহরে মর্মান্তিক এক ঘটনার জন্ম দিয়েছে একটি পরিবারিক ট্র্যাজেডি। মাত্র দুই বছরের এক শিশুকে বালিশচাপা দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। শুক্রবার (২৯ আগস্ট) গভীর রাতে শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটির নাম মো. তহিদুল আলম। নিহত তহিদুল স্থানীয় একটি ওষুধ কোম্পানির কর্মী মোস্তাফিজুর রহমান ও সাবিনা ইয়াসমিন দম্পতির ছেলে।

ঘটনার পর রাতেই পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। একই সঙ্গে অভিযুক্ত মা সাবিনা ইয়াসমিনকে আটক করেছে।

ঘটনাপ্রবাহ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে শিশুটি গুরুতর অসুস্থ বলে দাবি করে সাবিনা ইয়াসমিন বাসায় একজন চিকিৎসক ডাকেন। চিকিৎসক এসে শিশুটিকে মৃত অবস্থায় পান। তবে সাবিনার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় চিকিৎসক পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং সাবিনাকে আটক করে থানায় নিয়ে যায়।

বাবার বর্ণনা

শিশুটির বাবা মো. মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার সময় তিনি অফিসের কাজে খাগড়াছড়ির পানছড়িতে ছিলেন। রাত বেশি হয়ে যাওয়ায় সেখানেই থেকে যান। গভীর রাতে ফোনে খবর পান তাঁর স্ত্রী তাঁদের দুই বছরের ছেলেকে হত্যা করেছে। তিনি আরও জানান, তাঁদের চার বছরের আরেকটি কন্যাসন্তান রয়েছে, ঘটনাকালে সে বাসায়ই ছিল।

পুলিশের বক্তব্য

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বাতেন মৃধা বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে শিশুটিকে বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, আটক সাবিনা ইয়াসমিন মানসিকভাবে অসুস্থ বলে তাঁর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পরিবারের অভিযোগ ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর প্রতিক্রিয়া

হঠাৎ এ ধরনের নৃশংস ঘটনার পর শান্তিনগর এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। প্রতিবেশীরা বলছেন, সাবিনা ইয়াসমিনের আচরণে কিছুদিন ধরে অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছিল। তবে এমন ঘটনা ঘটবে তা কেউ ভাবতেও পারেননি।