গলাচিপা পৌর শহরে অস্ত্রের মুখে বাড়িতে ডাকাতি।

- আপডেট সময় : ১২:০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ৮ বার পড়া হয়েছে
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পৌর শহরে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে স্বর্ণালঙ্কার লুট করেছে।
শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাত চারটার দিকে উপজেলার পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকায় শ্যামল পোদ্দারের বাড়িতে ডাকাতির এই ঘটনা ঘটে। শনিবার (২৪ আগস্ট) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
বাড়ির সদস্যরা জানান, শুক্রবার রাতের খাবার খেয়ে শ্যামল, তার স্ত্রী শিপ্রা ও মেয়ে ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে শব্দ শুনে তাদের ঘুম ভাঙে। এসময় ঘরে খোঁজাখুঁজি করে কিছু না দেখতে পেয়ে তারা আবার ঘুমিয়ে যান।
তারা জানান, ডাকাত দল ভোর চারটার দিকে প্রথমে বাড়ির পেছনের রান্নাঘরের টিন কেটে দরজার খিল খুলে ঘরে ঢোকে। তারপর মূল দরজার চৌকাঠ কেটে ও ঘরের দরজার ছিটকানি ভেঙে তারা ঘরে ঢোকে। এ সময় তিন থেকে চার জনের দেশীয় অস্ত্রধারী একদল ডাকাতের মুখে গামছা বাঁধা ছিলো। তারা শ্যামল ও শিপ্রাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার লুট করে।
তাদের দাবি, লুট হওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে ছিল তিনটি স্বর্ণের চেইন ও এক জোড়া কানের দুল, যার ওজন প্রায় সাড়ে চার ভরি।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।