গাজার অবরোধ ভাঙতে বার্সেলোনা থেকে নৌ অভিযানে যাত্রা, গ্রেটা থুনবার্গের নিন্দা।

- আপডেট সময় : ০৬:২৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৮ বার পড়া হয়েছে
ইসরায়েলের আরোপিত অবরোধ ভাঙতে স্পেনের বার্সেলোনা বন্দর থেকে রোববার (৩১ আগস্ট) যাত্রা শুরু করেছে নৌ অভিযান ‘ফামিলিয়া’। বিকেল ৩টা ৩০ মিনিটে জাহাজটি যাত্রা শুরু করে গাজার উদ্দেশে রওনা হয়। আয়োজকদের দাবি, এ অভিযানের মূল লক্ষ্য হলো গাজার ওপর ইসরায়েলের অবৈধ অবরোধ ভেঙে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা।
নৌকাযাত্রার সময় বন্দরে হাজারো কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে গাজায় চলমান মানবিক বিপর্যয়ের অবসান দাবি করেন।
যাত্রার আগে সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, “ইসরায়েল তাদের গণহত্যামূলক উদ্দেশ্য নিয়ে সম্পূর্ণ স্পষ্ট। তারা প্যালেস্টিনিয়ান জাতি মুছে দিতে চায় এবং গাজা স্ট্রিপ দখল করতে চায়।”
তিনি আরও বলেন, বিশ্বের সরকারগুলো আন্তর্জাতিক আইন রক্ষায় ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় যদি নীরব থাকে, তবে ফিলিস্তিনিদের অস্তিত্ব আরও বড় ঝুঁকির মুখে পড়বে।
ফ্লোটিলায় আরও কয়েকজন মানবাধিকারকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব অংশ নিয়েছেন। তারা একযোগে বলেন, গাজার ওপর দীর্ঘদিনের অবরোধ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি একটি মানবিক বিপর্যয়।
অভিযানের আয়োজকরা জানিয়েছেন, জাহাজটি নিরাপদে গাজায় পৌঁছানোর জন্য আন্তর্জাতিক সমর্থন কামনা করা হয়েছে। তবে পূর্বের অভিজ্ঞতায় দেখা গেছে, ইসরায়েলি সেনারা একাধিকবার এমন নৌ অভিযানে বাধা দিয়েছে এবং যাত্রীদের আটক করেছে। ফলে এবারও উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।