সংবাদ শিরোনাম ::
গাজীপুরের চান্দনা কাঁচাবাজারে আগুন, ৩০–৩৫টি দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক।
- আপডেট সময় : ০৮:২২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ১ বার পড়া হয়েছে
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুনের খবর পেয়ে ভোগরা ফায়ার সার্ভিসের ৩টি এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে বাজারের ৩০ থেকে ৩৫টি দোকান পুড়ে গেছে। তবে কোনো হতাহত হয়নি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ সম্পর্কে এখনও তথ্য পাওয়া যায়নি।