সংবাদ শিরোনাম ::
গাজীপুরের জঙ্গলে ‘লাশ’ ভেবে প্যাকেট খুলতেই বেরিয়ে এলো যা

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৬:২৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ৯ বার পড়া হয়েছে
গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মুরাদপুর এলাকার জঙ্গলে একটি রহস্যজনক প্যাকেটকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়। একটি নীল পলিথিনে মোড়ানো ও কালো দড়ি দিয়ে বাঁধা এই প্যাকেট থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। মানুষের লাশ ভেবে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
গতকাল বুধবার রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্যাকেটটি খোলার পর সবাই অবাক হয়ে যায়। ভিতরে কোনো মানুষের লাশ নয়, বরং একটি মৃত কুকুর ছিল। বিদেশি জাতের এবং আকারে বেশ লম্বা এই কুকুরটিকে কে বা কারা সেখানে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি।
মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম জানান, প্রাথমিকভাবে যে কেউ প্যাকেটটি দেখলে এটিকে মানুষের লাশ বলে মনে করতে পারে। তবে তদন্তের পর দেখা যায়, এটি একটি মৃত কুকুর। বিষয়টি নিয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।