গাজীপুরে ট্রেনে ধাক্কা, ট্রাক চালক ও মালিক নিহত

- আপডেট সময় : ০৫:৫৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ৫ বার পড়া হয়েছে
গাজীপুর নগরের দক্ষিণখান আক্কাস মার্কেট এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে চালক ও মালিক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ট্রাকের মালিক বাবুল খান (৫০), তিনি রাজধানীর উত্তরা পশ্চিম থানার কামারপাড়া এলাকার বাসিন্দা; এবং চালক উজ্জ্বল হোসেন (৩৭), মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা পূর্বপাড়া এলাকার বাসিন্দা।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি রেলক্রসিং পার হওয়ার সময় পঞ্চগড় এক্সপ্রেস দ্রুতগতিতে এসে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক উজ্জ্বল নিহত হন। গুরুতর আহত বাবুলকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন টঙ্গী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ।