ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনকালে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে: প্রধান উপদেষ্টা জামায়াতের জোটে ইসলামী আন্দোলন থাকছে কি না ঘোষণা আজ, দুপুরে মজলিসে শূরার বৈঠক মাদুরো ও তার স্ত্রীকে মুক্তির দাবিতে কারাকাসের রাস্তায় হাজারো মানুষ মেসির হাতের সেই বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায় প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির চতুর্থ দিন আজ ইরানের সঙ্গে বাণিজ্য করলে দিতে হবে ২৫ শতাংশ শুল্ক, ট্রাম্পের নতুন ঘোষণা যুক্তরাষ্ট্র পরীক্ষা নিতে চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান গোল্ডেন গ্লোব: রাতে বেভারলি হিলসে বসছে তারার মেলা সালাহ ম্যাজিকে আইভরি কোস্টকে বিদায় করে সেমিতে মিশর বারিশাল গৌরনদীতে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

গাজীপুরে শ্রমিক লীগ নেতা আক্কাস আলীর ঝুলন্ত লাশ উদ্ধার

Songbad somachar
  • আপডেট সময় : ০৭:৪১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী (৪৭)-এর ঝুলন্ত লাশ গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর নগরের উত্তর ছায়াবীথি এলাকার হাক্কানী হাউজিংয়ের আবেদ প্লাজার পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান মঙ্গলবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আক্কাস আলী মুন্সিগঞ্জ সদর উপজেলার বাগ মামুদালী গ্রামের হাফেজ আলীর ছেলে এবং দীর্ঘদিন ধরে জেলা শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি মুন্সিগঞ্জ শহরের মেডিস্টার ডায়াগনস্টিক সেন্টার ও রেনেসা ডায়াগনস্টিক সেন্টারের মালিক ছিলেন।

স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, প্রায় ১৫-২০ দিন আগে আক্কাস আলী গাজীপুর শহরের আবেদ প্লাজার একটি ফ্ল্যাটে বন্ধু জাহিদ হাসানের কাছে বেড়াতে আসেন। তিনি ব্যবসায় লোকসান ও ঋণের কারণে আর্থিক সংকটে ছিলেন এবং এ নিয়ে প্রায়ই পরিবারের সঙ্গে বিরোধে জড়াতেন। এর আগে তিনি দু’বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও জানা গেছে।

গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পৌনে ৩টার মধ্যে কোনো একসময় তিনি ফ্ল্যাটে একা ছিলেন। তখন গলায় গামছা বেঁধে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজীপুরে শ্রমিক লীগ নেতা আক্কাস আলীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৭:৪১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী (৪৭)-এর ঝুলন্ত লাশ গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর নগরের উত্তর ছায়াবীথি এলাকার হাক্কানী হাউজিংয়ের আবেদ প্লাজার পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান মঙ্গলবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আক্কাস আলী মুন্সিগঞ্জ সদর উপজেলার বাগ মামুদালী গ্রামের হাফেজ আলীর ছেলে এবং দীর্ঘদিন ধরে জেলা শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি মুন্সিগঞ্জ শহরের মেডিস্টার ডায়াগনস্টিক সেন্টার ও রেনেসা ডায়াগনস্টিক সেন্টারের মালিক ছিলেন।

স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, প্রায় ১৫-২০ দিন আগে আক্কাস আলী গাজীপুর শহরের আবেদ প্লাজার একটি ফ্ল্যাটে বন্ধু জাহিদ হাসানের কাছে বেড়াতে আসেন। তিনি ব্যবসায় লোকসান ও ঋণের কারণে আর্থিক সংকটে ছিলেন এবং এ নিয়ে প্রায়ই পরিবারের সঙ্গে বিরোধে জড়াতেন। এর আগে তিনি দু’বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও জানা গেছে।

গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পৌনে ৩টার মধ্যে কোনো একসময় তিনি ফ্ল্যাটে একা ছিলেন। তখন গলায় গামছা বেঁধে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।