“গৌরনদীতে দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন ও মণ্ডপ কমিটির সঙ্গে মতবিনিময় সভা”
- আপডেট সময় : ০৫:২৯:০১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গৌরনদীতে পূজা উদযাপন কমিটি ও পূজামণ্ডপ কমিটির সভাপতি-সম্পাদকবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে এ সভা হয়। পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল রায় দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহবায়ক শরীর স্বপন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. জাকির শরিফ ও যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান খোকন।
এছাড়া বক্তব্য রাখেন পূজা উদযাপন কমিটির সহসভাপতি নির্মল হালদার, কোষাধ্যক্ষ শ্রীকৃষ্ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মানিক আচার্যসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বিএনপির স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু যুবদল নেতা মাসুদ, উজ্জ্বল গৌরনদী ছাত্রদল নেতা মোঃ সাদ্দাম হোসের হিরা যুগ্ম আহবায়ক গৌরনদী পৌর ছাত্রদল,যুগ্ন আহ্বায়ক কামরুল হাসান এছাড়া ও রানি আহমেদ, রাব্বি আকন, সজিব কবিরাজ, রমজান ,ইমন শরীফ উপস্থিত ছিল