গৌরনদীতে পৃথক তিন স্থানে তিন লাশ উদ্ধার; এলাকায় উৎকণ্ঠা
- আপডেট সময় : ০৯:০২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ১ বার পড়া হয়েছে
বরিশালের গৌরনদী উপজেলায় পৃথক তিনটি স্থান থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত এসব লাশ উদ্ধারের ঘটনা এলাকায় চরম উদ্বেগের সৃষ্টি করেছে। নিহতদের মধ্যে দু’জনের মৃত্যুকে পরিবার পরিকল্পিত হত্যা হিসেবে দাবি করছে। অপর এক নারীর মৃত্যু আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তা ঘিরেও রহস্য বাড়ছে।
উদ্ধারকৃত লাশগুলো হলো—
আমিনুল ইসলাম (৪২), যুবলীগ সদস্য;
সবিতা মন্ডল (৬০), গৃহবধূ;
ইভা বেগম (২১), চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ।
পুকুরঘাট থেকে যুবলীগ নেতা আমিনুলের লাশ উদ্ধার
রোববার সকালে উপজেলার কমলাপুর গ্রামে নিজ বাড়ির পুকুরঘাটের নিচ থেকে যুবলীগ সদস্য আমিনুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। পরিবার দাবি করেছে—তার মুখ ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের স্বজনরা ঘটনাকে পরিকল্পিত হত্যা বলে অভিযোগ করেছে। তারা বলছে, অগভীর পুকুরে পড়ে তার মৃত্যু হওয়ার সুযোগ নেই।
চররমজানপুরে ঘরের ভেতর থেকে সবিতা মন্ডলের লাশ
নলচিড়া ইউনিয়নের চররমজানপুর গ্রামে রোববার সকালে নিজ ঘর থেকে সবিতা মন্ডলের লাশ উদ্ধার করা হয়। পরিবার জানায়—ঘরের দরজা খোলা এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। তাদের দাবি, দুর্বৃত্তরা ঘরে ঢুকে লুটপাটের সময় তাকে শ্বাসরোধে হত্যা করে থাকতে পারে।
বদরপুরে গৃহবধূ ইভার ঝুলন্ত লাশ উদ্ধার
একই ইউনিয়নের বদরপুর গ্রামে চার মাসের অন্তঃসত্ত্বা ইভা বেগমের লাশ শনিবার রাতে স্বামীর বাড়িতে উদ্ধার করা হয়। স্বামী আক্কাস হাওলাদারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। তবে পরিবারের কেউই এ ঘটনার সুস্পষ্ট কারণ জানাতে পারেনি। স্থানীয়দের ধারণা—পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।
পুলিশের বক্তব্য
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, তিনটি লাশই ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন,
“ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। প্রয়োজনীয় তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”




















