সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে সাত ডাকাত আটক ।
চট্টগ্রামে ডাকাতি প্রস্তুতি কালে ৭ ডাকাত কে আটক করছে পুলিশ।
- আপডেট সময় : ১১:১৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) মো. রবিউল আলমের নেতৃত্বে পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
১০ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে সিনেমা প্যালেস মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে বাহার লেইনের মুখে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি রামদা, একটি ছোরা ও দুটি টিপ ছোরা উদ্ধার করা হয়।
গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা রিয়াজ উদ্দিন বাজার, নিউ মার্কেট, ফলমন্ডি ও টেরিবাজার এলাকায় ব্যবসায়ী ও পথচারীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতির পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। কোতোয়ালী থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।