সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে দেশীয় অস্ত্র তৈরীর কারখানায় সেনা অভিযান, চারজন গ্রেফতার

মো.খালেদ মাসুদ,নিজস্ব প্রতিবেদক ।
- আপডেট সময় : ০৮:০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ২৪ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সীতাকুন্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমুল এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশীয় অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পায়।
কারখানা থেকে উদ্ধার করা হয়েছে ৬টি দেশীয় অস্ত্র, ৩৫ রাউন্ড খালি কার্তুজ, ৫ রাউন্ড তাজা কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, ২০টি ছুরি, ২টি ওয়াকিটকি, ১টি মেগাফোন, ৪টি প্যারাসু্ট ফ্লেয়ার এবং অন্যান্য অস্ত্র তৈরীর সরঞ্জাম ও যন্ত্রপাতি। অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়েছে, যারা বর্তমানে নিকটস্থ থানায় পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং সন্ত্রাস দমন করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।