ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনকালে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে: প্রধান উপদেষ্টা জামায়াতের জোটে ইসলামী আন্দোলন থাকছে কি না ঘোষণা আজ, দুপুরে মজলিসে শূরার বৈঠক মাদুরো ও তার স্ত্রীকে মুক্তির দাবিতে কারাকাসের রাস্তায় হাজারো মানুষ মেসির হাতের সেই বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায় প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির চতুর্থ দিন আজ ইরানের সঙ্গে বাণিজ্য করলে দিতে হবে ২৫ শতাংশ শুল্ক, ট্রাম্পের নতুন ঘোষণা যুক্তরাষ্ট্র পরীক্ষা নিতে চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান গোল্ডেন গ্লোব: রাতে বেভারলি হিলসে বসছে তারার মেলা সালাহ ম্যাজিকে আইভরি কোস্টকে বিদায় করে সেমিতে মিশর বারিশাল গৌরনদীতে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

চাকসুর ভোটার তালিকায় আপত্তি জানানোর মেয়াদ বাড়ল

Songbad somachar
  • আপডেট সময় : ০৮:০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকায় আপত্তি জানানোর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। শিক্ষার্থীরা আগামী মঙ্গলবার পর্যন্ত তালিকার যেকোনো ভুল সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।

চাকসুর তফসিল অনুযায়ী, আজ বৃহস্পতিবার ছিল আপত্তি জানানোর শেষ দিন। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ ও বর্তমান ক্যাম্পাস পরিস্থিতি বিবেচনায় নির্বাচন কমিশন মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ১১ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

চাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী প্রথম আলোকে জানান, শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত না হওয়ায় আপত্তি জানাতে পারছিল না। তাই বৈঠকে মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে সোমবার কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। এতে বলা হয়েছিল, কারও কোনো আপত্তি থাকলে নিজ বিভাগে যোগাযোগ করতে হবে। খসড়া তালিকা অনুযায়ী বর্তমানে ভোটার সংখ্যা ২৫,৮৬৬ জন।

নির্বাচন কমিশনের সময়সূচি অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে, ১৫–১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা নেওয়া হবে, যাচাই-বাছাই ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক প্রার্থী তালিকা ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৭০ সালে। প্রতি শিক্ষাবর্ষে নির্বাচন হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র ছয়বার নির্বাচন হয়েছে। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থান, সংঘর্ষ ও অনুপযুক্ত পরিবেশের কারণে নির্বাচন স্থগিত থাকায়, বর্তমানে ছাত্র সংসদের কার্যালয় ক্যানটিন ও কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার হচ্ছে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৯টি অনুষদ, ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৭,৫০০।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাকসুর ভোটার তালিকায় আপত্তি জানানোর মেয়াদ বাড়ল

আপডেট সময় : ০৮:০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকায় আপত্তি জানানোর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। শিক্ষার্থীরা আগামী মঙ্গলবার পর্যন্ত তালিকার যেকোনো ভুল সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।

চাকসুর তফসিল অনুযায়ী, আজ বৃহস্পতিবার ছিল আপত্তি জানানোর শেষ দিন। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ ও বর্তমান ক্যাম্পাস পরিস্থিতি বিবেচনায় নির্বাচন কমিশন মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ১১ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

চাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী প্রথম আলোকে জানান, শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত না হওয়ায় আপত্তি জানাতে পারছিল না। তাই বৈঠকে মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে সোমবার কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। এতে বলা হয়েছিল, কারও কোনো আপত্তি থাকলে নিজ বিভাগে যোগাযোগ করতে হবে। খসড়া তালিকা অনুযায়ী বর্তমানে ভোটার সংখ্যা ২৫,৮৬৬ জন।

নির্বাচন কমিশনের সময়সূচি অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে, ১৫–১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা নেওয়া হবে, যাচাই-বাছাই ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক প্রার্থী তালিকা ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৭০ সালে। প্রতি শিক্ষাবর্ষে নির্বাচন হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র ছয়বার নির্বাচন হয়েছে। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থান, সংঘর্ষ ও অনুপযুক্ত পরিবেশের কারণে নির্বাচন স্থগিত থাকায়, বর্তমানে ছাত্র সংসদের কার্যালয় ক্যানটিন ও কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার হচ্ছে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৯টি অনুষদ, ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৭,৫০০।