চার ম্যাচ পর বিশ্বকাপের বাছাইপর্বে জয়ের দেখা পেল ব্রাজিল। কনমেবল অঞ্চলের সপ্তম রাউন্ডের ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে দরিভাল জুনিয়রের শিষ্যরা।
শনিবার (৭ সেপ্টেম্বর) ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের জয়ের নায়ক রিয়াল ফরোয়ার্ড রদ্রিগো। এ জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠে এসেছে সেলেসাওরা।
সাম্বার তাল যতটা সুন্দর হওয়া যায়, রদ্রির পা যেন তার চাইতেও অনন্য সুন্দর। ৩০ মিনিটে ডি বক্সের বাইরে থেকে তার দৃষ্টিনন্দন শট, ব্রাজিলের ফুটবলের জন্য যেন হয়ে থাকল দারুণ একটা লাইফলাইন।
অবশ্য এর আগের সময়টা শঙ্কার। শঙ্কাটা এমন জেগেছিল যে বিশ্বকাপ থেকেই বাদ পড়তে পারে ইতিহাসের সবচাইয়ে সফল দল ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বে ইতিহাসের প্রথমবারের মতো টানা ৩ হার ও ১ ড্র তেমনই ইঙ্গিত দিচ্ছিল সেলেসাও ভক্তদের। তবে দলটার নাম যে ব্রাজিল। তাদের ছাড়া বিশ্ব আসর সেটা কীভাবে সম্ভব?
ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের সপ্তম ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হয় ব্রাজিল। ম্যাচের শুরু থেকেই বল নিজেদের দখলে রাখার চেষ্টা করে সেলেসাওরা। ২২ মিনিটে ভালো আক্রমণ সাজায় স্বাগতিকরা। তবে ইকুয়েডরের রক্ষণভাগ ভাঙতে পারেননি ভিনিসিউস জুনিয়র। এরপরও বেশ কয়েকবার আক্রমণে যায় সেলেসাওরা। তবে হয়নি প্রত্যাশাপূরণ।
৩০তম মিনিটে রদ্রিগোর সেই গোলে এগিয়ে গিয়ে পুরো ছন্দ ফিরে পায় সেলেসাওরা। ৩৫ মিনিটে গোলের সম্ভাবনা জাগান ভিনি। যদিও দূরপাল্লার শটটা চলে যায় গোলপোস্টের গা ঘেসে। ৩৮ মিনিটে পাল্টা আক্রমণ যায় ইকুয়েডরও। তবে লক্ষ্যভেদ করতে পারেনি তারা। আর ৩৯ মিনিটে তাদের সামনে বাধা গোলরক্ষক অ্যালিসন বেকার।
এরপর দুদলই গোলের জন্য বেশ কয়েকবার আক্রমণ করলেও আর গোলের দেখা পায়নি কোনো দল। ১-০ তে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ব্রাজিল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও বল নিজেদের দখলে রাখার চেষ্টা করে ব্রাজিল। সাজায় একের পর এক আক্রমণও। তবে ইকুয়েডরের রক্ষণভাগ ভাঙতে পারেনি ভিনি-রদ্রিগোরা।
প্রতিপক্ষের মাঠে একেবারে চুপসে থাকেনি ইকুয়েডরও। সমতায় ফিরতে তারাও চালায় আক্রমণ। কিন্তু ফাঁকি দিতে পারেনি গোলরক্ষক অ্যালিসনের হাত। পরে ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।
বিশ্বকাপ বাছাই পর্বে টানা চার ম্যাচ পর জয়ের দেখা পেল ব্রাজিল। এ জয়ে ৭ ম্যাচে ৩ জয় ও ১ ড্রতে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠে এসেছে দরিভাল জুনিয়রের দল। আগামী বুধবার নিজেদের অষ্টম ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল।