ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গহীন জঙ্গলে ইউপিডিএফ’র গোপন আস্তানার সন্ধান: অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হানিফসহ চারজনের বিরুদ্ধে কুষ্টিয়ার হত্যা মামলার অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল ৭৩ পর্যবেক্ষক সংস্থার অনুমোদন, ঠিকানায় অস্তিত্ব নেই অনেকের! প্রত্যাশিত নির্বাচনে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান গৌরনদী ও আগলঝাড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জহির উদ্দিন স্বপন! খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন আমিরাতে নতুন ভিসা নীতি: এআই বিশেষজ্ঞসহ চার ক্যাটাগরি চালু “পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে জামায়াত” — কায়সার কামাল শারদীয় পূজা ঘিরে গুজব কমেছে, কঠোর নজরদারিতে এনটিএমসি দোহায় হামলার ঘটনায় কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

অস্ত্রের কারিগর।

চিহ্নিত সন্ত্রাসী যুবদল নেতার জেল হাজতে থাকা অবস্থায় ফেইসবুক স্ট্যাটাস।

  • আপডেট সময় : ০৬:৫০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমি যত বড় মাপের লোক আমারে সেই মাপের একটা অস্ত্র দিয়ে পাশাইতি (ফাঁসাইতি),যেমন বিদেশি পিস্তল,শটগান বা অন্যান্য অস্ত্র দিয়া পাশাইতি।বুড়া অস্ত্র দিয়া আমার মানসম্মান শেষ করলি।এক নলা বন্দুকসহ গ্রেপ্তারের পর কারাগারে থাকা এক যুবদল নেতার ফেসবুকে ঠিক এমন স্ট্যাটাস দেখা গেছে।এমন ঘটনার পর আলোচনায় এসেছেন তিনি।

আলোচনায় আসা ওই যুবদল নেতার নাম একেএম ফরিদ উদ্দিন।তিনি লক্ষ্মীপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

সোমবার (১৮ আগস্ট)সন্ধ্যা ৬টার দিকে ফেসবুকে স্ট্যাটাসটি দেওয়া হয়।কারাবন্দি এই যুবদল নেতার পোস্ট করা স্ট্যাটাসটি নিয়ে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।স্ট্যাটাসটির শুরুতেই লেখা আছে “সবাই শেয়ার করবেন”

এর মধ্যে স্ট্যাটাসটি একবার সংশোধনও করা হয়েছে।স্ট্যাটাসের একঘণ্টা পর তার মুক্তির দাবিতে পালেরহাট বাজারে বিক্ষোভ মিছিলের ভিডিওর একটি লিংকও শেয়ার করা হয়েছে ওই আইডি থেকে।

আলোচনায় আসা স্ট্যাটাসে আরও লেখা হয়েছে পরকিয়ার টানে ঘরের কাড়ে অবৈধ মিলামিশা করে জন্ম দেওয়া যারোত (জারজ) সন্তান।তোকে বলছি,যেহেতু আমার বাড়িতে বাংলা অস্ত্র রাখে সেনাবাহিনীকে খবর দিয়া আমারে পাশাইলি (ফাঁসাইলি)।তাতে আমি অনুতপ্ত নয়।আমি জেলা যুবদলের নেতা ছিলাম আমি একজন ঠিকাদার ও প্রতিষ্ঠিত ব্যাবসায়ী।যেহেতু আমারে অস্ত্র দিয়ে পাশাইলি(ফাঁসাইলি),তাহলে আমি যেই মাপের লোক আমারে সেই মাপের একটা অস্ত্র দিয়ে পাশাইতি (ফাঁসাইলি। যেমন বিদেশি পিস্তল, শটগান বা অন্যান্য অস্ত্র দিয়া পাশাইতি (ফাঁসাইলি)। আমার দুঃখ লেদ মিশেনে (মেশিন)বানানো এয়ারগানের পাইপ দিয়া কাঠের বাট লাগানো নতুন রং করানো ২ হাজার টাকার অস্ত্র দিয়া আমারে পাশাইলি (ফাঁসাইলি)।এটার জন্য আমি লজ্জিত।এই বুড়া অস্ত্র দিয়া আমার মানসম্মান শেষ করলি। বিঃদ্রঃ আমি সেনাবাহিনীর উদ্দেশ্য বলছি,আপনারা জানেন এই অস্ত্র আমার নয়। যে লোক আপনাদের ইনফরমেশন দিছে বা অস্ত্র এনে রাখছে,তাকে আপনারা চিনেন। তার কাছে বিদেশি পিস্তলসহ অন্যান্য দামি অস্ত্র আছে।তাকে গ্রেপ্তার করুন।আরও অনেক অস্ত্র পাইবেন।

স্ট্যাটাসটি কারাবন্দি যুবদল নেতা নিজেই দিয়েছেন কি-না সেই প্রশ্ন উঠেছে।তবে কারা কর্তৃপক্ষ বলছে কারাগারে মোবাইল ব্যবহারের সুযোগ নেই।

এদিকে লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার (ভারপ্রাপ্ত)নুর মোহাম্মদ সোহেল বলেন,কারাগারে মোবাইল ব্যবহারের সুযোগ নেই।অস্ত্র মামলায় ফরিদ রিমান্ডে ছিলেন। গত রোববার তাকে রিমান্ডে নেয় সদর থানা পুলিশ।সেখান থেকে আদালতের মাধ্যমে রাত ৯টার দিকে তাকে কারাগারে আনা হয়েছে। তিনি স্ট্যাটাস দিয়ে থাকলে বাহির থেকেই দিয়েছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন,ফরিদ একদিনের রিমান্ডে ছিলেন।দুপুর ১২টার পরেই তাকে হাজতে পাঠানো হয়েছে।রিমান্ডে ও হাজতে মোবাইল ব্যবহারের সুযোগ নেই।হয়তো মোবাইল তার পরিবারের কাছে রয়েছে, পরিবারের লোকজনই স্ট্যাটাস দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অস্ত্রের কারিগর।

চিহ্নিত সন্ত্রাসী যুবদল নেতার জেল হাজতে থাকা অবস্থায় ফেইসবুক স্ট্যাটাস।

আপডেট সময় : ০৬:৫০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

আমি যত বড় মাপের লোক আমারে সেই মাপের একটা অস্ত্র দিয়ে পাশাইতি (ফাঁসাইতি),যেমন বিদেশি পিস্তল,শটগান বা অন্যান্য অস্ত্র দিয়া পাশাইতি।বুড়া অস্ত্র দিয়া আমার মানসম্মান শেষ করলি।এক নলা বন্দুকসহ গ্রেপ্তারের পর কারাগারে থাকা এক যুবদল নেতার ফেসবুকে ঠিক এমন স্ট্যাটাস দেখা গেছে।এমন ঘটনার পর আলোচনায় এসেছেন তিনি।

আলোচনায় আসা ওই যুবদল নেতার নাম একেএম ফরিদ উদ্দিন।তিনি লক্ষ্মীপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

সোমবার (১৮ আগস্ট)সন্ধ্যা ৬টার দিকে ফেসবুকে স্ট্যাটাসটি দেওয়া হয়।কারাবন্দি এই যুবদল নেতার পোস্ট করা স্ট্যাটাসটি নিয়ে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।স্ট্যাটাসটির শুরুতেই লেখা আছে “সবাই শেয়ার করবেন”

এর মধ্যে স্ট্যাটাসটি একবার সংশোধনও করা হয়েছে।স্ট্যাটাসের একঘণ্টা পর তার মুক্তির দাবিতে পালেরহাট বাজারে বিক্ষোভ মিছিলের ভিডিওর একটি লিংকও শেয়ার করা হয়েছে ওই আইডি থেকে।

আলোচনায় আসা স্ট্যাটাসে আরও লেখা হয়েছে পরকিয়ার টানে ঘরের কাড়ে অবৈধ মিলামিশা করে জন্ম দেওয়া যারোত (জারজ) সন্তান।তোকে বলছি,যেহেতু আমার বাড়িতে বাংলা অস্ত্র রাখে সেনাবাহিনীকে খবর দিয়া আমারে পাশাইলি (ফাঁসাইলি)।তাতে আমি অনুতপ্ত নয়।আমি জেলা যুবদলের নেতা ছিলাম আমি একজন ঠিকাদার ও প্রতিষ্ঠিত ব্যাবসায়ী।যেহেতু আমারে অস্ত্র দিয়ে পাশাইলি(ফাঁসাইলি),তাহলে আমি যেই মাপের লোক আমারে সেই মাপের একটা অস্ত্র দিয়ে পাশাইতি (ফাঁসাইলি। যেমন বিদেশি পিস্তল, শটগান বা অন্যান্য অস্ত্র দিয়া পাশাইতি (ফাঁসাইলি)। আমার দুঃখ লেদ মিশেনে (মেশিন)বানানো এয়ারগানের পাইপ দিয়া কাঠের বাট লাগানো নতুন রং করানো ২ হাজার টাকার অস্ত্র দিয়া আমারে পাশাইলি (ফাঁসাইলি)।এটার জন্য আমি লজ্জিত।এই বুড়া অস্ত্র দিয়া আমার মানসম্মান শেষ করলি। বিঃদ্রঃ আমি সেনাবাহিনীর উদ্দেশ্য বলছি,আপনারা জানেন এই অস্ত্র আমার নয়। যে লোক আপনাদের ইনফরমেশন দিছে বা অস্ত্র এনে রাখছে,তাকে আপনারা চিনেন। তার কাছে বিদেশি পিস্তলসহ অন্যান্য দামি অস্ত্র আছে।তাকে গ্রেপ্তার করুন।আরও অনেক অস্ত্র পাইবেন।

স্ট্যাটাসটি কারাবন্দি যুবদল নেতা নিজেই দিয়েছেন কি-না সেই প্রশ্ন উঠেছে।তবে কারা কর্তৃপক্ষ বলছে কারাগারে মোবাইল ব্যবহারের সুযোগ নেই।

এদিকে লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার (ভারপ্রাপ্ত)নুর মোহাম্মদ সোহেল বলেন,কারাগারে মোবাইল ব্যবহারের সুযোগ নেই।অস্ত্র মামলায় ফরিদ রিমান্ডে ছিলেন। গত রোববার তাকে রিমান্ডে নেয় সদর থানা পুলিশ।সেখান থেকে আদালতের মাধ্যমে রাত ৯টার দিকে তাকে কারাগারে আনা হয়েছে। তিনি স্ট্যাটাস দিয়ে থাকলে বাহির থেকেই দিয়েছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন,ফরিদ একদিনের রিমান্ডে ছিলেন।দুপুর ১২টার পরেই তাকে হাজতে পাঠানো হয়েছে।রিমান্ডে ও হাজতে মোবাইল ব্যবহারের সুযোগ নেই।হয়তো মোবাইল তার পরিবারের কাছে রয়েছে, পরিবারের লোকজনই স্ট্যাটাস দিয়েছে।