অসুস্থ দম্পতির জীবন ঝুঁকিতে।
জীর্ণ ঘরে মৃত্যুর প্রহর গুনছে অসুস্থ দম্পতি, প্রশাসন ও জনপ্রতিনিধিদের নীরবতা।

- আপডেট সময় : ০৮:২১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ৭ বার পড়া হয়েছে
বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকিরতবক গ্রামের আবুল কালাম (৬৫) ও তাঁর স্ত্রী শেফালী বেগম (৫৫) মানবেতর জীবনযাপন করছেন। ঝুপড়ি ঘরে খেয়ে-না-খেয়ে দিন কাটছে তাঁদের। অথচ স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা রয়েছেন সম্পূর্ণ নীরব।
একসময় দিনমজুর ছিলেন আবুল কালাম। কয়েক বছর আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর ডান হাত-পা অবশ হয়ে যায়, বাকশক্তিও হারান। সেই থেকে সংসারের চাকা থেমে গেছে। বর্তমানে স্বামী-স্ত্রী দুজনেই অসুস্থ। স্ত্রী শেফালী বেগমও প্যারালাইজড হয়ে লাঠি ভর দিয়ে চলেন। অসুস্থ স্বামীকে দেখাশোনা করতে গিয়েও তিনি ভেঙে পড়েছেন।
চার ছেলে থাকলেও তাঁরা বাবা-মায়ের খোঁজ রাখেন না। মেয়েরা বিয়ের পর শ্বশুরবাড়িতে চলে গেছেন। ফলে কেউ নেই পাশে দাঁড়ানোর মতো। দিন কাটছে অভাব-অনটনে, অনাহারে-অর্ধাহারে।
তাদের বসতঘরও ঝুপড়ির মতো। চারপাশের টিন ছেঁড়া, ওপরে পলিথিন। ভেতরে নেই কোনো আসবাবপত্র—একটি ছোট চৌকি আর মাটিতে বিছানো বিছানা। বর্ষার দিনে পানি ঢুকে গেলে ভেজা মাটিতেই রাত কাটাতে হয় তাঁদের। এই দৃশ্য শুধু কষ্টদায়ক নয়, মানবিক বিবেককে নাড়া দেওয়ার মতো।
প্রতিবেশী হামেদ মোল্লা বলেন, “কালাম আগে দিনমজুর ছিলেন। স্ট্রোকের পর আর কাজ করতে পারেন না। রোজগার বন্ধ, খাবারও জোটে না। খুব কষ্টে দিন কাটছে। যদি সামর্থ্য থাকত, আমি নিজেই তাদের একটি ঘর করে দিতাম।”
আরেক প্রতিবেশী আবুল লস্কর জানান, “আমি প্রায়ই তাদের দেখতে যাই। কিন্তু সহায়তার জন্য কাউকে পাশে পাওয়া যায় না। স্থানীয় প্রশাসন যদি নজর দিত, তাঁদের অবস্থার অনেকটা বদলে যেত।”
দুঃখজনক হলেও সত্য—স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসন কেউ তাঁদের পাশে দাঁড়াননি। কোনো ভাতা, ত্রাণ বা সহায়তাও মেলেনি। এমন দায়িত্বহীনতা প্রশ্ন তোলে প্রশাসনের মানবিক ভূমিকা নিয়েও।
প্রতিদিন মৃত্যুর প্রহর গুনতে থাকা এই দম্পতির অসহায় জীবন শুধু তাঁদের নয়, সমাজের প্রতিটি মানুষের বিবেককেও কলঙ্কিত করছে। প্রশ্ন জাগে—আমরা কি এমন মানবিক দায়িত্ব এড়িয়ে যাব? নাকি এখনই এগিয়ে এসে তাঁদের পাশে দাঁড়াব?