ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গহীন জঙ্গলে ইউপিডিএফ’র গোপন আস্তানার সন্ধান: অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হানিফসহ চারজনের বিরুদ্ধে কুষ্টিয়ার হত্যা মামলার অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল ৭৩ পর্যবেক্ষক সংস্থার অনুমোদন, ঠিকানায় অস্তিত্ব নেই অনেকের! প্রত্যাশিত নির্বাচনে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান গৌরনদী ও আগলঝাড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জহির উদ্দিন স্বপন! খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন আমিরাতে নতুন ভিসা নীতি: এআই বিশেষজ্ঞসহ চার ক্যাটাগরি চালু “পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে জামায়াত” — কায়সার কামাল শারদীয় পূজা ঘিরে গুজব কমেছে, কঠোর নজরদারিতে এনটিএমসি দোহায় হামলার ঘটনায় কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

অসুস্থ দম্পতির জীবন ঝুঁকিতে।

জরাজীর্ণ ঘরে মৃত্যুর প্রহর গুনছে অসুস্থ দম্পতি, প্রশাসন ও জনপ্রতিনিধিদের নীরবতা।

  • আপডেট সময় : ০৮:২১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকিরতবক গ্রামের আবুল কালাম (৬৫) ও তাঁর স্ত্রী শেফালী বেগম (৫৫) মানবেতর জীবনযাপন করছেন। ঝুপড়ি ঘরে খেয়ে-না-খেয়ে দিন কাটছে তাঁদের। অথচ স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা রয়েছেন সম্পূর্ণ নীরব।

একসময় দিনমজুর ছিলেন আবুল কালাম। কয়েক বছর আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর ডান হাত-পা অবশ হয়ে যায়, বাকশক্তিও হারান। সেই থেকে সংসারের চাকা থেমে গেছে। বর্তমানে স্বামী-স্ত্রী দুজনেই অসুস্থ। স্ত্রী শেফালী বেগমও প্যারালাইজড হয়ে লাঠি ভর দিয়ে চলেন। অসুস্থ স্বামীকে দেখাশোনা করতে গিয়েও তিনি ভেঙে পড়েছেন।

চার ছেলে থাকলেও তাঁরা বাবা-মায়ের খোঁজ রাখেন না। মেয়েরা বিয়ের পর শ্বশুরবাড়িতে চলে গেছেন। ফলে কেউ নেই পাশে দাঁড়ানোর মতো। দিন কাটছে অভাব-অনটনে, অনাহারে-অর্ধাহারে।

তাদের বসতঘরও ঝুপড়ির মতো। চারপাশের টিন ছেঁড়া, ওপরে পলিথিন। ভেতরে নেই কোনো আসবাবপত্র—একটি ছোট চৌকি আর মাটিতে বিছানো বিছানা। বর্ষার দিনে পানি ঢুকে গেলে ভেজা মাটিতেই রাত কাটাতে হয় তাঁদের। এই দৃশ্য শুধু কষ্টদায়ক নয়, মানবিক বিবেককে নাড়া দেওয়ার মতো।

প্রতিবেশী হামেদ মোল্লা বলেন, “কালাম আগে দিনমজুর ছিলেন। স্ট্রোকের পর আর কাজ করতে পারেন না। রোজগার বন্ধ, খাবারও জোটে না। খুব কষ্টে দিন কাটছে। যদি সামর্থ্য থাকত, আমি নিজেই তাদের একটি ঘর করে দিতাম।”

আরেক প্রতিবেশী আবুল লস্কর জানান, “আমি প্রায়ই তাদের দেখতে যাই। কিন্তু সহায়তার জন্য কাউকে পাশে পাওয়া যায় না। স্থানীয় প্রশাসন যদি নজর দিত, তাঁদের অবস্থার অনেকটা বদলে যেত।”

দুঃখজনক হলেও সত্য—স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসন কেউ তাঁদের পাশে দাঁড়াননি। কোনো ভাতা, ত্রাণ বা সহায়তাও মেলেনি। এমন দায়িত্বহীনতা প্রশ্ন তোলে প্রশাসনের মানবিক ভূমিকা নিয়েও।

প্রতিদিন মৃত্যুর প্রহর গুনতে থাকা এই দম্পতির অসহায় জীবন শুধু তাঁদের নয়, সমাজের প্রতিটি মানুষের বিবেককেও কলঙ্কিত করছে। প্রশ্ন জাগে—আমরা কি এমন মানবিক দায়িত্ব এড়িয়ে যাব? নাকি এখনই এগিয়ে এসে তাঁদের পাশে দাঁড়াব?

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অসুস্থ দম্পতির জীবন ঝুঁকিতে।

জরাজীর্ণ ঘরে মৃত্যুর প্রহর গুনছে অসুস্থ দম্পতি, প্রশাসন ও জনপ্রতিনিধিদের নীরবতা।

আপডেট সময় : ০৮:২১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকিরতবক গ্রামের আবুল কালাম (৬৫) ও তাঁর স্ত্রী শেফালী বেগম (৫৫) মানবেতর জীবনযাপন করছেন। ঝুপড়ি ঘরে খেয়ে-না-খেয়ে দিন কাটছে তাঁদের। অথচ স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা রয়েছেন সম্পূর্ণ নীরব।

একসময় দিনমজুর ছিলেন আবুল কালাম। কয়েক বছর আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর ডান হাত-পা অবশ হয়ে যায়, বাকশক্তিও হারান। সেই থেকে সংসারের চাকা থেমে গেছে। বর্তমানে স্বামী-স্ত্রী দুজনেই অসুস্থ। স্ত্রী শেফালী বেগমও প্যারালাইজড হয়ে লাঠি ভর দিয়ে চলেন। অসুস্থ স্বামীকে দেখাশোনা করতে গিয়েও তিনি ভেঙে পড়েছেন।

চার ছেলে থাকলেও তাঁরা বাবা-মায়ের খোঁজ রাখেন না। মেয়েরা বিয়ের পর শ্বশুরবাড়িতে চলে গেছেন। ফলে কেউ নেই পাশে দাঁড়ানোর মতো। দিন কাটছে অভাব-অনটনে, অনাহারে-অর্ধাহারে।

তাদের বসতঘরও ঝুপড়ির মতো। চারপাশের টিন ছেঁড়া, ওপরে পলিথিন। ভেতরে নেই কোনো আসবাবপত্র—একটি ছোট চৌকি আর মাটিতে বিছানো বিছানা। বর্ষার দিনে পানি ঢুকে গেলে ভেজা মাটিতেই রাত কাটাতে হয় তাঁদের। এই দৃশ্য শুধু কষ্টদায়ক নয়, মানবিক বিবেককে নাড়া দেওয়ার মতো।

প্রতিবেশী হামেদ মোল্লা বলেন, “কালাম আগে দিনমজুর ছিলেন। স্ট্রোকের পর আর কাজ করতে পারেন না। রোজগার বন্ধ, খাবারও জোটে না। খুব কষ্টে দিন কাটছে। যদি সামর্থ্য থাকত, আমি নিজেই তাদের একটি ঘর করে দিতাম।”

আরেক প্রতিবেশী আবুল লস্কর জানান, “আমি প্রায়ই তাদের দেখতে যাই। কিন্তু সহায়তার জন্য কাউকে পাশে পাওয়া যায় না। স্থানীয় প্রশাসন যদি নজর দিত, তাঁদের অবস্থার অনেকটা বদলে যেত।”

দুঃখজনক হলেও সত্য—স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসন কেউ তাঁদের পাশে দাঁড়াননি। কোনো ভাতা, ত্রাণ বা সহায়তাও মেলেনি। এমন দায়িত্বহীনতা প্রশ্ন তোলে প্রশাসনের মানবিক ভূমিকা নিয়েও।

প্রতিদিন মৃত্যুর প্রহর গুনতে থাকা এই দম্পতির অসহায় জীবন শুধু তাঁদের নয়, সমাজের প্রতিটি মানুষের বিবেককেও কলঙ্কিত করছে। প্রশ্ন জাগে—আমরা কি এমন মানবিক দায়িত্ব এড়িয়ে যাব? নাকি এখনই এগিয়ে এসে তাঁদের পাশে দাঁড়াব?