জুলাই-আগস্টের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান

- আপডেট সময় : ০৬:১২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১০ বার পড়া হয়েছে
জুলাই ও আগস্ট মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর তিন সদস্যের বেঞ্চে ১৬তম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রথম দিনের জবানবন্দিতে মাহমুদুর রহমান ২০০৮ সালের নির্বাচন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া, বিতর্কিত তিনটি নির্বাচন এবং সর্বশেষ জুলাই-আগস্টের গণহত্যার প্রেক্ষাপট তুলে ধরেন।
এই লেখাটি আপনি আপনার পোর্টালে ব্যবহার করতে পারেন। এটি মূল খবরের তথ্যগুলো ঠিক রেখে নতুনভাবে লেখা হয়েছে। যদি আপনার অন্য কোনো খবর কপিরাইট-মুক্ত করে নেওয়ার প্রয়োজন হয়, আমাকে জানাতে পারেন।