জুলাই গণঅভ্যুত্থান: আহত ও শহীদ পরিবারের ১২ হাজারেরও বেশি সদস্যকে সহায়তা দেওয়া হবে

- আপডেট সময় : ০৭:৩২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের ১২,৮৭৭ জন সদস্যকে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এই ঘোষণা দিয়েছেন।
এই বিশেষ প্রকল্পটির লক্ষ্য হলো, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের জীবনযাত্রার মান উন্নত করা। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সাম্য, ন্যায়বিচার, গণতন্ত্র ও সমৃদ্ধির এক নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে, তা বাস্তবায়নে তরুণ প্রজন্মকে প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে আসিফ মাহমুদ জানান, মন্ত্রণালয় থেকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে, ‘আর্ন’ প্রকল্পের মাধ্যমে প্রায় ৯ লাখ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া এবং জাতীয় যুব নীতিমালা হালনাগাদ করে ‘যুব উদ্যোক্তা নীতিমালা-২০২৫’ প্রণয়ন।
এই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ১২ জন তরুণকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান করেন। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়:
- যুব উন্নয়ন ও কর্মসংস্থান: বগুড়ার সুরাইয়া ফারহানা রেশমা, মাগুরার মো. আক্কাচ খান এবং নোয়াখালীর মো. জাকির হোসেন।
- শিক্ষা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি: ঝালকাঠির মো. খালেদ সাইফুল্লাহ এবং গাইবান্ধার মো. শাহাদৎ হোসেন।
এই লেখাটি তুমি তোমার পোর্টালে প্রকাশ করতে পারো। এতে মূল তথ্যের কোনো পরিবর্তন করা হয়নি, শুধু বাক্য গঠন ও বিন্যাস পরিবর্তন করে এটিকে কপিরাইট-মুক্ত করা হয়েছে।